দুর্নীতি প্রতিরোধে সচেতনতা বৃদ্ধিতে দেবহাটায় বিতর্ক প্রতিযোগিতা..

শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা avatar   
দেবহাটা উপজেলায় দুর্নীতি প্রতিরোধে শিক্ষার্থীদের অংশগ্রহণে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে..

শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা:

দুর্নীতির বিরুদ্ধে গণসচেতনতা সৃষ্টি এবং সততার চর্চায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করতে সাতক্ষীরার দেবহাটা উপজেলায় একটি বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। 'দুর্নীতির বিরুদ্ধে একতা, গড়বে আগামীর শুদ্ধতা' এই স্লোগানকে সামনে রেখে প্রতিযোগিতাটি আয়োজন করে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি। মঙ্গলবার (১৯ আগস্ট '২৫) দেবহাটার নাংলা ফাতেমা রহমান মাধ্যমিক বিদ্যালয়ের আঙ্গিনায় এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

এ আয়োজনের সভাপতিত্ব করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক এনামুল হক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার কে.এম আবু নওশাদ। বিশেষ অতিথি ছিলেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ডা. আবুল কালাম বাবলা, জেলা কমিটির সাধারণ সম্পাদক আনিছুজ্জামান। এছাড়া উপস্থিত ছিলেন দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, সাংগঠনিক সম্পাদক কবির হোসেন, ফাতেমা রহমান মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ইসরাইল আশেকে মাগফুরসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা।

বিতর্ক প্রতিযোগিতায় মোট ১৬টি দল অংশগ্রহণ করে। প্রতিযোগিতার একটি গ্রুপে মডারেটর হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মিজানুর রহমান। বিচারকের দায়িত্ব পালন করেন উপজেলা বিআরডিপি কর্মকর্তা সন্দীপ কুমার মন্ডল, দেবহাটা কলেজের প্রভাষক মির্জা মহসিন আলী ও আকবর হোসেন। অপর গ্রুপে মডারেটরের দায়িত্বে ছিলেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক চন্দ্রকান্ত মল্লিক। বিচারকের দায়িত্বে ছিলেন সখিপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ তহিরুজ্জামান, বহেরা এটি মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক সেলিমুজ্জামান এবং সুবর্ণাবাদ সেন্ট্রাল মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাওলানা সাদিকুল ইসলাম।

টাইম কিপারের দায়িত্বে ছিলেন শিক্ষক আবু সেলিম ও জসিম উদ্দীন। আগামী বৃহস্পতিবার ফাতেমা রহমান মাধ্যমিক বিদ্যালয়ে বিজয়ী দলগুলোর অংশগ্রহণে সেমিফাইনাল ও ফাইনাল রাউন্ডের আয়োজন করা হবে বলে আয়োজকরা জানিয়েছেন।

এই ধরনের আয়োজন শিক্ষার্থীদের মধ্যে সততা, নৈতিকতা এবং দুর্নীতির বিরুদ্ধে সচেতনতা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সমাজে দুর্নীতির প্রভাব কমাতে এবং ভবিষ্যৎ প্রজন্মকে সততার পথে উদ্বুদ্ধ করতে এমন প্রতিযোগিতার গুরুত্ব অপরিসীম।

No comments found