close

লাইক দিন পয়েন্ট জিতুন!

দুর্ঘটনায় চিরতরে প্রাণ হারালেন পর্তুগীজ তারকা দিয়াগো জোতা....

Mehedi Hasan avatar   
Mehedi Hasan
এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন লিভারপুল ও পর্তুগাল জাতীয় দলের ফরোয়ার্ড দিয়োগো জোতা। স্পেনের জ়ামোরা প্রদেশের সের্নাদিলা এলাকায় ঘটে যাওয়া এই দুর্ঘটনায় জোতার সঙ্গে তাঁর ভাই আন্দ্রেও মারা গেছ..

জানা গেছে, মাত্র দুই সপ্তাহ আগেই দীর্ঘদিনের সঙ্গী রুতে কার্দোসোকে বিয়ে করেছিলেন ২৮ বছর বয়সী এই ফুটবলার। তবে কে গাড়ি চালাচ্ছিলেন বা কীভাবে দুর্ঘটনা ঘটল, সে সম্পর্কে এখনও কিছু জানা যায়নি। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে তাঁদের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে।

দিয়োগো জোতার মৃত্যুর খবরে শোকস্তব্ধ পর্তুগাল ফুটবল মহল। দেশটির ফুটবল ফেডারেশনের সভাপতি পেদ্রো প্রোয়েনসাও এক বিবৃতিতে বলেন, "পর্তুগাল ফুটবল ফেডারেশন এবং দেশের ফুটবল অঙ্গনের সকলেই এই খবরে গভীরভাবে শোকাহত। জাতীয় দলের হয়ে প্রায় ৫০টি ম্যাচ খেলেছে সে। শুধু একজন প্রতিভাবান ফুটবলারই নয়, একজন দারুণ মানুষ হিসেবেও জোতা সকলের প্রিয় ছিল। সতীর্থ ও প্রতিপক্ষ—সবাই তাকে সম্মান করত।”

২০২০ সালে উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্স থেকে লিভারপুলে যোগ দেন জোতা। জুর্গেন ক্লপের অধীনে খুব দ্রুতই দলে নিজের জায়গা পাকাপোক্ত করেন। গেল মৌসুমেও লিভারপুলের লিগজয়ী দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন তিনি। খেলেছেন ২৬টি ম্যাচ।

দিয়োগো জোতার এমন অকাল প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে ফুটবল দুনিয়ায়। একজন সম্ভাবনাময় তারকার জীবন থেমে গেল এক নির্মম দুর্ঘটনায়।

Aucun commentaire trouvé