শনিবার বেলা ১১ টায় দশভূজা মন্দির চত্বর থেকে মঙ্গল শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রায় রাধা-কৃষ্ণের যুগল মূর্তি, রাম-সীতার লব-কুশ সহ ভগবান শ্রীকৃষ্ণের জীবনের নানা অংশের আদলে সেজে শোভাযাত্রায় অংশ নেন ভক্তরা। এছাড়াও শোভাযাত্রায় উপজেলা প্রশাসন সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ অংশগ্রহণ করে। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে দশভূজা মন্দিরে এসে শেষ হয়।
মঙ্গল শোভাযাত্রায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো মোস্তাফিজুর রহমান, উপজেলা বিএনপি'র সভাপতি জহিরুল আলম ভূঁইয়া, উপজেলা বিএনপির সাবেক সভাপতি ইমাম হাসান আবু চান, সাবেক সভাপতি এম এ জিন্নাহ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক হারেজ গনি , উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক আলহাজ্ব জামাল উদ্দিন মাস্টার, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি এডভোকেট মানেশ চন্দ্র সাহা, সাধারণ সম্পাদক নির্মলেন্দু সরকার বাবুল, সাংগঠনিক সম্পাদক বিদ্যুৎ সরকার, পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি সুরঞ্জন পন্ডিত, সাধারণ সম্পাদক অসীম সাহা, দশভুজা বাড়ি মন্দির কমিটির সভাপতি ধীরেশ পত্রনবীশ, সাধারণ সম্পাদক শুভেন্দু সরকার পিন্টু, কালী বাড়ি মন্দির কমিটির সভাপতি রঞ্জিত সেন,পৌর যুব দলের আহ্বায়ক আবু সিদ্দিক রুক্কু, যুগ্ম আহ্বায়ক বিকাশ সরকার, উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ন আহবায়ক নিরঞ্জন দেবনাথ সহ আরো অনেকে। শোভাযাত্রা শেষে ভক্তদের মাঝে প্রসাদ বিতরন করা হয়।
হিন্দু পুরাণমতে, ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টম তিথিতে ভগবান শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেন। সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, পাশবিক শক্তি যখন সত্য সুন্দর ও পবিত্রতাকে গ্রাস করতে উদ্যত হয়েছিল, ঠিক তখন সেই অসুন্দরকে দমন করে জাতিকে রক্ষা এবং শুভ শক্তিকে প্রতিষ্ঠার জন্য ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব ঘটে।