মঙ্গলবার বিরিশিরির কানিয়াইল এলাকায় রুসার হলরুমে এ কর্মশালা শুরু হয়৷ কর্মশালায় দুর্গাপুর অটিজম ও প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকগণ অংশগ্রহণ করে।
রুসার নির্বাহী পরিচালক এম এন আলমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মো. মোস্তাফিজুর রহমান। সম্মানিত অতিথির বক্তব্যে রাখেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মো. শাহ আলম। বিশেষ অতিথির বক্তব্যে রাখেন কালচারাল একাডেমির পরিচালক পরাগ রিছিল, সমাজসেবা অফিসার মাসুল তালুকদার, একাডেমিক সুপারভাইজার নাসির উদ্দিন, দুর্গাপুর প্রেসক্লাবের সভাপতি তোবারক হোসেন খোকন, উন্নয়নকর্মী রাখী দ্রং ।
কর্মশালায় প্রশিক্ষক হিসেবে ছিলেন রাজুর বাজার কলেজিয়েট স্কুল এর অধ্যক্ষ মো. গোলাম মোস্তফা। তিনি প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার এবং তাদের শিক্ষার গুরুত্ব নিয়ে আলোচনা করেন৷
প্রধান অতিথি মোস্তাফিজুর রহমান বলেন,
প্রতিবন্ধী শিশুরা কোন ভাবেই সমাজের বোঝা নয় সকলের উচিত সমাজের সম্পদ হিসাবে গড়ে তোলা। প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও অন্তর্ভুক্তিমূলক শিক্ষার পরিবেশ নিশ্চিত করার জন্য আমাদের সকলকে এগিয়ে আসতে হবে।