close

লাইক দিন পয়েন্ট জিতুন!

দুপচাঁচিয়ায় সড়ক দুর্ঘটনায় অটো ভ্যান চালকের মৃত্যু

Sushanto Malakar avatar   
Sushanto Malakar
সুশান্ত মালাকার নিজস্ব প্রতিনিধিঃ

 

 

বগুড়া দুপচাঁচিয়ায় প্রাইভেট কারের ধাক্কায় রফিকুল ইসলাম(৪৫) নামেরএক অটোভ্যান চালকের মৃত্যু হয়েছে। নিহত রফিকুল দুপচাঁচিয়া উপজেলার হাটসাজাপুর গ্রামের মৃত রিয়াজ উদ্দিন প্রামানিকের ছেলে। বুধবার ২০আগস্ট রাত আনুমানিক ১০ টার দিকে  বগুড়া-নওগাঁ আঞ্চলিক সড়কের দুপচাঁচিয়ার তিষিগাড়ী নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটে। প্রত্যক্ষর্দশী সূত্রে জানা যায়, রফিকুল ইসলাম হাটসাজাপুর থেকে অটোভ্যান নিয়ে দুপচাঁচিয়ার দিকে আসছিল। ঘটনাস্থলে পৌঁছিলে নওগাঁ থেকে বগুড়া গামী একটি প্রাইভেট কার তাকে পেছন থেকে সরজোড়ে ধাক্কা দেয় এতে অটোভ্যান চালক ছিটকে রাস্তার ওপর পড়ে গুরুতর আহত হয়। স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে আসলে কর্তরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ব্যাপারে দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরিদুল ইসলাম সড়ক দুর্ঘটনায় অটোভ্যান চালকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।
 

No comments found