দুপচাঁচিয়ায় পুলিশের অভিযানে ৪ জুয়াড়ি গ্রেফতার   

Sushanto Malakar avatar   
Sushanto Malakar
সুশান্ত মালাকার নিজস্ব প্রতিনিধিঃ

 

 

বগুড়ার দুপচাঁচিয়া থানা পুলিশ গত মঙ্গলবার ২৬শে আগস্ট দিবাগত রাত সাড়ে ৯টায় অভিযান চালিয়ে ৪ জুয়াড়িকে গ্রেফতার করে। থানা পুলিশ জানাই  ঘটনার দিন রাতে উপজেলার চামরুল ইউনিয়নের পারথিয়ট এলাকায় রাস্তার উপর জুয়া খেলার সময় গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে অভিযান চালিয়ে ৪ জুয়াড়িকে গ্রেফতার করা হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্য জুয়াড়িরা পালিয়ে যায়। গ্রেফতারকৃত জুয়াড়িরা হলেন, উপজেলার পারথিয়ট এলাকার ফজলুর প্রামানিকের ছেলে আমজাদ প্রামানিক (৩৫), পার্শ্ববর্তী কাহালু উপজেলার কালাই গ্রামে মৃত ইমরান সরকারের ছেলে ইলিয়াস সরকার (৬১), মৃত খুদু ফকিরের ছেলে শামছুল ফকির  (৫২), ও শিবগঞ্জ উপজেলার পালিকান্দা আশেকপুর গ্রামের আব্দুল রাজ্জাক প্রামানিকের ছেলে আমিরুল প্রামানিক (৫০)। পুলিশ  এ সময় ঘটনাস্থল থেকে ৩ সেট তাস জুয়া খেলার ১ হাজার ৫শ ৬০ টাকা সহ অন্যান্য সরঞ্জামাদি জব্দ করেন। ওই রাতেই পুলিশ বাদী হয়ে থানায় জুয়া আইনে মামলা দায়ের করেন। থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরিদুল ইসলাম জানান, গ্রেফতারকৃতদের জুয়া আইনে মামলা দিয়ে বুধবার ২৭শে আগস্ট  বগুড়া কোর্ট হাজুতে প্রেরণ করা হয়েছে।

No comments found