close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

দুপচাঁচিয়ায় মা জুয়েলার্স স্বর্ণের দোকানে চুরি 

Sushanto Malakar avatar   
Sushanto Malakar
সুশান্ত মালাকার নিজস্ব প্রতিনিধিঃ 

 

 

বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার আলতাফ নগর বাজারে মা জুয়েলার্স নামের একটি স্বর্ণের দোকানে চুরি হয়েছে। 
গত শনিবার ৯ জুলাই  দিবাগত রাতের কোনো এক সময়ে ওই দোকানে চুরির এ ঘটনা ঘটে।
মা জুয়েলার্সের স্বত্বাধিকারী শ্রী পলাশ কর্মকার এই প্রতিবেদককে জানান, দীর্ঘদিন থেকে এখানে স্বর্ণের ব্যবসা করে আসছি। প্রতিদিনের ন্যায় ঘটনার দিন শনিবার রাতে দোকান বন্ধ করে বাড়ি যাই। পরে সকালে এসে দেখি দোকানের শাটার ও কেচি গেটের তালা ভাঙা। পরে দেখি দোকানের জিনিসপত্র ও অন্যান্য সামগ্রী সহ খাতা পত্র তছনছ করে ড্রয়ারে তালাবদ্ধ থাকা বিভিন্ন গ্রাহকের তৈরি করা স্বর্ণালংকার চুরি হয়ে গেছে। এবং চুরি যাওয়া স্বর্ণালংকারের মূল্য প্রায় ৬ থেকে সাড়ে ৬ লাখ টাকার মত।
তিনি বলেন আইন-শৃঙ্খলা বাহিনী খবর পেয়ে দ্রুত এসে ঘটনার বিষয়টি তদন্ত করে গেছেন। এবং বিষয়টি গুরুত্বের সাথে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে বলেন জানান। তদন্ত সাপেক্ষে মামলা এখন প্রক্রিয়াধীন।  এ ব্যাপারে স্থানীয় ইউপি সদস্য মোঃ নজরুল ইসলামের সঙ্গে মুঠো ফোনে কথা বললে তিনি স্বর্ণের দোকান চুরি হয়েছে বিষয়টি নিশ্চিত করে বলেন চুরির ঘটনা শুনে আমি ঘটনাস্থলে গিয়েছিলাম ঘটনাটি সঠিক।

No comments found