close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

দুপচাঁচিয়া স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তারকে অপসারণের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত ..

Sushanto Malakar avatar   
Sushanto Malakar
সুশান্ত মালাকার নিজস্ব প্রতিনিধিঃ 

 

 

বগুড়া জেলার দুপচাঁচিয়া হাসপাতাল জামে মসজিদের ভাঙ্গার ষড়যন্ত্র ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সীমাহীন দুর্নীতি ও অনিয়মের প্রতিবাদে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা ডাঃ শামসুন্নাহারকে অপসারনের দাবীতে দুপচাঁচিয়া উপজেলার সর্বস্তরের জনসাধারনের ব্যানারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।গতকাল মঙ্গলবার ১৯ আগস্ট বিকেলে এ বিক্ষোভ মিছিল বের হয়ে উপজেলা সদরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিন করে।
পরে সিও অফিস বাসস্ট্যান্ড হাসপাতাল মসজিদের সামনে উপজেলা মৎস্য ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আলম হোসেনের সভাপতিত্বে ও ব্যবসায়ী ওমর ফারুকের পরিচালনায় বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন হামিদ ট্রেডার্সের পরিচালক ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল হামিদ, তোতা মেডেকেলের স্বত্বাধিকারী ও মসজিদ পরিচালনা কমিটির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব আবু বক্কর সিদ্দিক, সাবেক সদস্য প্রাক্তন শিক্ষক হাফিজার রহমান, শিক্ষক শহীদ-ই-ইলাহী, ছাত্র প্রতিনিধি নাজমুস সাকিব নাঈম,জান্নাতেন নাঈম, ব্যবসায়ী শফিকুল ইসলাম প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন ব্যবসায়ী মোবারক হোসেন, আলম হোসেন, গাজীউর রহমান, আফজাল হোসেনসহ সর্বস্তরের জনসাধারণ ও ধর্মপ্রাণ মুসল্লীবৃন্দ। বক্তারা দুর্নীতিবাজ মসজিদ ভাঙ্গার পরিকল্পনাকারী ডাঃ শামসুন্নাহারকে ৩ দিনের মধ্যে অপসারণ না করলে উপজেলার সকল ওষুধের দোকান বন্ধ রাখা সহ বৃহত্তর আন্দোলনের হুশিয়ারি দেন।

 

No comments found