গতকাল বৃহস্পতিবার ৭ আগস্ট আনুমানিক রাত ৮ টায় বগুড়া - নওগাঁ মহাসড়কে দুপচাঁচিয়া উপজেলায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোঃ মিরাজ (২৫), পিতা: মোঃ বজলু, সাং পশ্চিম আলো হালি, দুপচাঁচিয়া। মিরাজ গুরুতর আহত হলে, স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মিরাজকে মৃত ঘোষণা করেন। মিরাজের মৃত দেহটি মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে আছে।