close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

দুপচাঁচিয়ার তালোড়ায় কবি গুরু  রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৪ তম মহা প্রয়াণ দিবস  পালিত। ..

Sushanto Malakar avatar   
Sushanto Malakar
সুশান্ত মালাকার নিজস্ব প্রতিনিধি

 

 

বগুড়া দুপচাঁচিয়া উপজেলার তালোড়া বন্দর নগর কবিতা সংসদের আয়োজনে কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৪ তম  মহা প্রয়াণ দিবস পালিত হয়েছে। এ মহান দিবস উপলক্ষে আলোচনা সভা ও কবিতা পাঠ তালোড়া বন্দর নগর কবিতা সংসদ কার্যালয়ে বুধবার  সকাল ১০ টায়   অনুষ্ঠিত হয়। উপদেষ্টা আলহাজ্ব মোঃ মোশারফ হোসেন সেলিম মুন্সির  সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এ এম মোমিন ইসলাম শাওন এর পরিচালনায় উক্ত অনুষ্ঠানের বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের  জীবনী ও তার  সাহিত্যকর্ম নিয়ে  আলোচনা করেন মোঃ  আফজাল হোসেন,  সাবেক পোস্টমাস্টার  ইয়াছিন হোসেন,  মোঃ আরাফাত হোসেন, হাবিব হাসান, কবি আমিনুর রহমান  , মোঃ আব্দুল মজিদ হারুন  এম ফজলুল কবির, মোঃ আহসান হাবীব প্রমুখ।  আলোচনা সভা শেষে  কবির কবিতা আবৃতি করা হয়।

No se encontraron comentarios


News Card Generator