সোমবার ১৮ই আগস্ট সকালে বগুড়ার দুপচাঁচিয়া উপজেলা সোভা অটিষ্টিক ও বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ বিদ্যালয়ের হল রুমে অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয় এর প্রতিষ্টাতা সভাপতি আনোয়ার উল আজাদ লিটনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার শাহরুখ খান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা জাহিদ হাসান, উপজেলা বিএনপি’র সভাপতি মনিরুল ইসলাম খান স্বপন, সদর ইউনিয়ন চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, গোবিন্দপুর ইউনিয়ন চেয়ারম্যান সাখাওয়াত হোসেন মল্লিক, বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আব্দুল মজিদ, ব্যবসায়ী আব্দুর রাজ্জাক, পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক আখতারুজ্জামান তুহিন, উপজেলা যুবদলের আহ্বায়ক আফছার আলী, প্রতিবন্ধী জেলা কমিটির সভাপতি আজিজার রহমান, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মমতাজ মহল, অভিভাবক মরিয়ম বেগম সহ প্রমুখ। সমগ্র সমাবেশটি পরিচালনা করেন, সহকারি শিক্ষক বিপ্লব হোসেন ।