জনদুর্ভোগের কথা বিবেচনায় দুপচাঁচিয়া পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার শাহরুখ খানের বিশেষ নির্দেশনায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নতুন গেটের আরসিসি রাস্তা ঢালাই কাজের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার ২২আগস্ট দুপুরে এ ঢালাই কাজের উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শামসুন্নাহার। এসময় উপস্থিত ছিলেন দুপচাঁচিয়া পৌরসভার উপসহকারী প্রকৌশলী তাজুল ইসলাম রঞ্জু, নকশাকার আসলাম হোসেন, ছাত্রপ্রতিনিধি রাসেল আহম্মেদ আদিল, এলাকাবাসী সামিউল ইসলাম সিয়াম, মাজেদ আলী, সংশ্লিষ্ট কাজের ঠিকাদার মেসার্স এসটি এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী আখতারুজ্জামান তুহিন প্রমুখ। এডিপির অর্থায়নে ও দুপচাঁচিয়া পৌরসভার উদ্যোগে মেসার্স এসটি এন্টারপ্রাইজ এ কাজ বাস্তবায়ন করছে।