বগুড়ার দুপচাঁচিয়া পৌর বিএনপির আয়োজনে উপজেলা যুবদলের সদস্য ছাত্র আন্দোলনে বীর শহীদ আবু রায়হান রাহিম এর প্রথম মৃত্যু বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল ৯ আগস্ট শনিবার বিকালে দুপচাঁচিয়া সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে পৌর বিএনপির সহসভাপতি এ্যাড. সাইফুর রহমান মিলুর সভাপতিত্বে ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক আখতারুজ্জামান তুহিনের পরিচালনায় আলোচনা সভায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া শহর বিএনপির সভাপতি ও জেলা বিএনপির সহসভাপতি এ্যাড. হামিদুল হক চৌধুরী হিরু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি একেএম মনিরুল ইসলাম খান স্বপন, নিহত বীর শহীদ আবু রায়হান রাহিমের ভাই বায়জিদ মুন্সি। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ইউনুছ আলী মহলদার মানিক, যুবদল নেতা আশরাফুল আলম, আব্দুস সবুর খন্দকার রাকিব, নাইম কবিরাজ, রাকিব হাসান সানি, উপজেলা জাসাসের সভাপতি নূর মোহাম্মাদ তালুকদার রুবেল প্রমুখ। এসময় বিএনপি, যুবদল, ছাত্রদল সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে মরহুমের কবর জিয়ারত ও রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন হাফেজ মাওঃ বায়জিদ হোসেন। আলোচনা ও দোয়া শেষে নিহত রাহিমের পরিবারের সঙ্গে দেখা করে তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।