বগুড়ার দুপচাঁচিয়ায় পূর্ব শত্রুতার জের ধরে এক ইউপি সদস্যের পুকুরে গত ১৯আগস্ট মঙ্গলবার দিবাগত রাতে গ্যাসের ট্যাবলেট(বিষ) প্রয়োগ করে বিভিন্ন প্রজাতির মাছ নিধন করেছে প্রতিপক্ষরা। এতে পুকুরের মালিক উপজেলার তালোড়া ইউপি সদস্য মৎস্য চাষী শাহিদুল ইসলাম এর প্রায় ৩৫লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবী করেছেন। শাহিদুল ইসলাম তালোড়া ইউনিয়নের নলঘরিয়া গ্রামের খয়ের ফকিরের ছেলে।
ক্ষতিগ্রস্ত মৎস্য চাষী মোঃ শাহিদুল ইসলাম জানান, তিনি প্রায় ২৫বছর ধরে মাছের চাষ করে আসছেন। নলঘরিয়া গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পূর্ব পার্শ্বে তার মালিকানাধীন প্রায় ৯০শতক পুকুরে প্রায় আড়াই মাস পূর্বে ৩লাখ গলসা, ১লাখ ২৭হাজার পবা মাছের পোনা সহ দেশীয় বিভিন্ন প্রজাতির মাছ চাষ করেন। সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে এ মাছগুলো বিক্রয়ের উপযোগী হতো। এসব মাছ বিক্রয় করলে লাভও হতো আশানুরূপ। কিন্তু পূর্ব শত্রুতার জের ধরে গত ১৯আগস্ট মঙ্গলবার রাত আনুমানিক ১টার পর কোনো এক সময়ে প্রতিপক্ষরা তার পুকুরে গ্যাসের ট্যাবলেট(বিষ) প্রয়োগ করে। ভোরে তিনি পুকুরের পানিতে প্রচুর মরা মাছ ভেসে থাকতে দেখতে পান।
দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরিদুল ইসলাম জানান, পুকুরে বিষ প্রয়োগ করে মাছ নিধনের ঘটনায় থানায় কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।