খুলনার ডুমুরিয়া উপজেলার উত্তর মাগুরাঘোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা মঞ্জুয়ারা বেগমের বিরুদ্ধে শিশু শিক্ষার্থীকে নির্দয়ভাবে পিটানোর অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় বৃহস্পতিবার শিক্ষার্থীর পিতা উত্তম কুমার দাস বাদী হয়ে ডুমুরিয়া উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারসহ সংশ্লিষ্ট দপ্তরে লিখিত অভিযোগ করেছেন।
লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে,উপজেলার মাগুরাঘোনা গ্রামের উত্তম কুমার দাস'র মেয়ে ঐন্দৃলা দাস উর্মী উত্তর মাগুরাঘোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী। গত বুধবার ক্লাসের ফাঁকে তার মেয়েসহ তার আরও কয়েকজন সহপাঠী ক্লাসের বাইরে স্কুলের মাঠে খেলাধুলা ও ঘোরাফেরা করছিল।
তার এ ছোট অনিয়মকে মৌখিকভাবে শাসন না করে স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা মঞ্জুয়ারা বেগম তাকে নির্দয়ভাবে লাঠি দিয়ে প্রচন্ড আঘাত করে। ফলে তার হাতের ও পিঠের উপরের অংশ ফুলে যায় এবং জ্বর আসে। এছাড়াও তিনি ক্লাসের বাইরে স্কুলের মাঠে খেলাধুলা করতে যাওয়া একাধিক শিক্ষার্থীকে একইভাবে মারপিট করে। উক্ত শিক্ষিকার উন্মত্ত আচরণ ও অসংযত মানষিকতার বিষয়টি জানতে পেরে উত্তম দাস ইতিপূর্বে তাকে অনুরোধ করেছিলেন যাতে তিনি শারিরীকভাবে তার মেয়েকে আঘাত না করে অন্যভাবে শাসন করে। কিন্তু উক্ত শিক্ষিকা সে অনুরোধ রাখেনি। বরঞ্চ এ ঘটনায় পর বিষয়টি শিক্ষিকার কাছে জানতে চাইলে তিনি উল্টো তাকে বলেন, 'আপনার মেয়েকে তো আমি খুন করে ফেলিনি। আপনার সমস্যা হলে, এমন স্কুলে তাকে পড়ান যেখানে তাকে কেউ মারবে না'। এছাড়া তিনি একজন শিক্ষিকা হিসেবে শিষ্টাচার বহির্ভূত আরও অনেক কথা বলেছেন বলে জানান উত্তম দাস।
এ বিষয়ে শিক্ষিকা মঞ্জুয়ারা বেগমের সাথে মোবাইল ফোনে কথা বলে বিষয়টা জানতে চাইলে,তিনি কোন কথা বলতে অস্বীকৃতি জানান।
এ বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার হাবিবুর রহমান অভিযোগ পত্র প্রাপ্তি স্বীকার করে বলেন,ঘটনা তদন্ত সাপেক্ষে পরবর্তি আইনানুগ ব্যবস্হা নেয়া হবে।



















