close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

ডুমুরিয়ার জিয়েলতলা আশ্রমের ধর্মগুরু নারায়ণ গোসাই আটক

LATIF MORAL avatar   
LATIF MORAL
****

 

এক কন্যা শিশু(১৫)কে ধর্ষন চেষ্টার মামলায় ডুমুরিয়ার জিয়েলতলা মহামায়া আশ্রমের ধর্মগুরু  নারায়ণ চন্দ্র রায়কে গ্রেপ্তার করেছে পুলিশ।  বুধবার (২৭ আগস্ট) ভোরে আশ্রম প্রাঙ্গণ থেকে তাকে আটক করা হয়। তিনি জিয়েলতলা গ্রামের মৃত হরিপদ রায়ের ছেলে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে,

গত ১৬ জুলাই আশ্রমের পাশের গ্রাম কদমতলা এলাকায় এক ভক্তের আহ্বানে তাদের বাড়িতে পারিবারিক ধর্মীয় অনুষ্ঠানে যান নারায়ণ গোস্বামী। তিনি সেখানে রাত্রী যাপন করেন।

এদিকে গৃহকর্তা ও কর্ত্রীর অবর্তমানে রাত ৩টার দিকে গোসাই ওই মেয়ের  সাথে অনৈতিক কাজের জন্য বল প্রয়োগ করেন। একপর্যায়ে মেয়েটি অজ্ঞান হয়ে যায়। সকালে ঘুম থেকে উঠলে বিষয়টি কাউকে না বলার জন্য গোসাই মেয়েটিকে ভয়ভীতি দেখান।

মেয়ের বাবা বলেন, ঘটনার পর থেকে মেয়ে আমাদের সাথে অস্বাভাবিক আচারণ শুরু করে। একপর্যায়ে ঘটনার ৩দিন পর মেয়ে সব কিছু খুলে বলে।

ডুমুরিয়া থানা অফিসার ইনচার্জ মোঃ মাসুদ রানা জানান, কদমতলা গ্রামের এক কন্যা শিশু ধর্ষণ চেষ্টার ঘটনায় ওই শিশুর বাবা বাদী হয়ে থানায় একটি মামলা করেছেন। ওই মামলায় নারায়ন চন্দ্র রায়কে আটক করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। ভিকটীম কন্যা শিশু আদালতে সংশ্লিষ্ট  ধারায় জবানবন্ধি দিয়েছে বলে জানা গেছে।

 

No comments found