close

লাইক দিন পয়েন্ট জিতুন!

ডুমুরিয়ায় প্রধান শিক্ষকের অপসারণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত..

LATIF MORAL avatar   
LATIF MORAL
****

 

 

অনিয়ম ও স্বেচ্ছাচারিতার অভিযোগ তুলে ডুমুরিয়ায় শাহপুর পাড়ইপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নীলাবতী দেওয়ানকে অপসারণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। রোববার সকাল সাড়ে ১০ টায় এলাকাবাসী ও অভিভাবকদের আয়োজনে শাহপুর-

দৌলতপুর সড়কের অভ্যন্তরে পাড়ইপাড়া সড়কে স্কুলের প্রধান ফটকের সামনে এ  মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। এসময় উন্মুক্ত বক্তব্য রাখেন,ইউপি সদস্য আল আমিন বিশ্বাস,স্কুল পিটি কমিটির সভাপতি মোঃ হাবিবুর রহমান,রঘুনাথপুর ইউনিয়ন বিএনপি আহবায়ক আব্দুর রব আকুঞ্জি,শাহাপুর বাজার কমিটির সভাপতি একেএম জাফর ইকবাল, ইউপি সদস্য শাহিনুর বেগম,আজিজুল হাকিম,অভিভাবক দোলা বেগম,পারুল বেগম,স্বপনাথ বিশ্বাস, মাওলানা আব্দুল মান্নান, মাওলানা আব্দুর রহিম, মাস্টার সমারেশ চন্দ্র,চিন্ময় ফকির,আলমগীর হোসেন, ডবলু সরদার, শাপলা বেগম, সোহরাব হোসেন, রফিকুল ইসলাম সরদার প্রমুখ। এছাড়া এলাকার দুই শতাধিক নারি পুরুষ মানববন্ধনে অংশ নেয়।

বক্তাগণ অনতিবিলম্বে বিতর্কিত প্রধান শিক্ষক নীলাবতী দেওয়ানকে অপসারণ করতে সংশ্লিষ্ট উধর্ধতন কতৃপক্ষের নিকট দাবি জানিয়েছেন। তারা বলেন,ইতোপূর্বে তার বিরুদ্ধে খুলনা জেলা প্রাথমিক শিক্ষা অফিসার বরাবর একটি লিখিত অভিযোগ করা হয়েছে। কিন্তু কতৃপক্ষ কোন ব্যবস্থা নেন নাই। অন্যথায় কঠোর অন্দোলনে যাওয়ার হুশিয়ারী উচ্চারণ করেন। প্রধান শিক্ষক নীলাবতী দেওয়ান বলেন আমার একটি মহল ষড়যন্ত্র চালাচ্ছে। 

এবিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার হাবিবুর রহমান জানান,ওই প্রধান শিক্ষকের বিরুদ্ধে স্থানীয় লোকজন ইতোপূর্বে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মহোদয়ের কাছে একটি লিখিত অভিযোগ দিয়েছিলেন। তাছাড়া প্রধান শিক্ষকের বিরুদ্ধে যে কোন পদক্ষেপ নেয়া একমাত্র বিভাগীয় কর্মকর্তার দায়িত্ব। 

 

No comments found