ডুমুরিয়া উপজেলার আটলিয়া, মাগুরাঘোনা ও সদর ইউনিয়নের সাজিয়াড়া,বিল পাটিয়ালা এলাকায়সহ বিভিন্ন এলাকায় পানিবন্দী অসহায় ও দুস্থ
মানুষের মাঝে মাঝে ত্রাণ সামগ্রী হিসেবে জিআর চাল বিতরণ করা হয়েছে। শুক্রবার সকালে উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল আমিন উপস্হিত থেকে এ চাল বিতরণ করেন।
সম্প্রতি অতিবর্ষনে উপজেলার ডুমুরিয়া সদর,আটলিয়া ও মাগুরাঘোনা এলাকায় জলাবদ্ধতায় সহস্রাধিক পরিবার পানি বন্দি হয়ে পড়েছে।ফলে দুঃস্হ ও অসহায় পরিবার গুলো কর্মহীন হয়ে পড়ে মানবেতর জীবন যাপন করায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ওই পরিবার গুলোকে সাহায্য হিসেবে চাল বিতরণ করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন, ইউপি চেয়ারম্যান গাজী হুমায়ুন কবির বুলু,শেখ হেলাল উদ্দীন, মোঃ রফিকুল ইসলাম হেলাল, ইউপি সদস্য মাহফুজা খাতুন, জামায়াত নেতা মাওঃ আব্দুল হালিম, বিএনপি নেতা শহিদুজ্জামান শহিদ, শেখ আশরাফুল ইসলাম, মোঃ রফিকুল ইসলাম, হাবিবুর রহমান মোড়ল, আসাদুজ্জামান নান্নু, মশিয়ার রহমান। এ সময় উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট ইউনিয়নের স্থানীয় ইউপি সদস্য, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ।