ডুমুরিয়ায় ইজিবাইক-পিকআপ মুখোমুখি সংঘর্ষে ইজিবাইক চালকসহ ৩ জন নিহত এবং ৫ জন আহত হয়েছে। সোমবার (২৫ আগস্ট) সকাল ৯টার দিকে খুলনা- সাতক্ষীরা মহাসড়কে ডুমুরিয়া উপজেলার জিলেরডাঙ্গা নামক স্থানে এ দূর্ঘটনাটি ঘটে। খর্ণিয়া হাইওয়ে পুলিশ ও ডুমুরিয়া ফায়ার সার্ভিসের সদস্যরা হতাহতদের উদ্ধার করে ডুমুরিয়া ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে।
জানা যায়, ডুমুরিয়া থেকে একটি ইজিবাইক যাত্রী নিয়ে খুলনার উদ্দেশ্যে যাচ্ছিলো। পথিমধ্যে জিলেরডাঙ্গা নামকস্থানে পৌঁছালে খুলনা থেকে চুকনগর গামী একটি পিকআপ (ঢাকা মেট্রো ন-১১-৪৬৬৪) নিয়ন্ত্রণ হারিয়ে ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ইজিবাইকটি সম্পূর্ণ দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলে ইজিবাইক যাত্রী ডুমুরিয়ার উত্তর কালিকাপুর গ্রামের রিনা খাতুন(৩৬) ও বাগদাড়ি গ্রামের মোহাম্মদ রুস্তম আলী খান (৬৫) নিহত হয়। গুরুতর অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে ইজিবাইক চালক খরসন্ডা গ্রামের মোহাম্মদ মুজাহিদ মোড়লের (২৫) মৃত্যু হয়। ডুমুরিয়া থানা অফিসার ইনচার্জ মোঃ মাসুদ রানা ও সিনিয়র ফায়ার ফাইটার সুবোধ মন্ডল জানান, সড়ক দুর্ঘটনায় নারীসহ ৩জন নিয়ত হয়েছে। পিকআপ ভ্যানের চালক ও হেলপার পালিয়ে গেছে। দুর্ঘটনাকবলিত ইজিবাইক ও পিকআপ ভ্যান হাইওয়ে পুলিশ জব্ধ করেছে।