ঝক
ডুমুরিয়ার চুকনগরে ভ্রাম্যমাণ আদলতের অভিযানে দুই সার ব্যবসায়িকে ৩০ হাজার টাকা জরিমানা এবং ৪৮৩ বস্তা অবৈধ ভাবে মজুদকৃত সার জব্দ করা হয়েছে। রোববার বেলা ১১টার দিকে আদালত পরিচালনা করেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অপ্রতিম কুমার চক্রবর্তী।
সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে, উপজেলার চুকনগর বাজারস্থ মেসার্স সোহাগ ট্রেডার্সের মালিক জাহিদুল ইসলাম মোড়ল (সোহাগ) এর গোডাউনে অতিরিক্ত সার মজুদ রাখার অপরাধে ১০ হাজার টাকা জরিমানা এবং
সুকর্ণ ট্রেডার্সের মালিক সুকর্ন ঘোষের সারের দোকানে সার ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
এবং গোডাউনে অবৈধ ভাবে মজুদকৃত ইউরিয়া, টিএসপি,ডিএপি ও এমওপিসহ মোট ৪৮৩ বস্তা সার জব্দ করা হয়। জব্দকৃত সার গুলো আটলিয়া ইউপি চেয়ারম্যান শেখ হেলাল উদ্দিন ও বাজার বাজার বণিক সমিতির সভাপতি আলহাজ্ব শাহিদুল ইসলাম জিম্মায় রাখা হয়। অভিযান কালে আদালতকে সহযোগিতা করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ইনসাদ ইবনে আমিন,সহকারি কৃষিকর্তা আশুতোষ দাশ, নাজির কিরণ চন্দ্র বালা ও বণিক সমিতির সাধারণ সম্পাদক সরদার বিল্লাল হোসেন। এবিষয়ে সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অপ্রতিম কুমার বলেন,জব্দকৃত সারের ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে এবং এমন ধরণের অভিযান অব্যাহত থাকবে।