ডুমুরিয়ায় দলিত শিক্ষা কেন্দ্রের শিক্ষকদের দক্ষতা বৃদ্ধির জন্যে ৪দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে চুকনগর দলিত হাসপাতাল অডিটরিয়ামে দলিত-এর প্রোগ্রাম ম্যানেজার মিসেস ধরা দেবী দাসের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা শিক্ষা অফিসার মোঃ হাবিবুর রহমান।
প্রশিক্ষণে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোঃ নজরুল ইসলাম, জার্জিস হোসেন, দেবাশীষ দাস, প্রাক্তন প্রধান শিক্ষক দুলাল চন্দ্র মন্ডল,স্পন্সরশীপ অফিসার বিপ্লব মন্ডল, অঞ্জনা দাস, প্রোগ্রাম অর্গানাইজার নেপাল চন্দ্র দাশ, বিপ্লব দাস, চিন্তা দাশ প্রমুখ।৪ দিন ব্যাপী এই শিক্ষক প্রশিক্ষণে ১৮টি দলিত শিক্ষা কেন্দ্রের শিক্ষকবৃন্দ অংশগ্রহণ করেন।