close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

ডুমুরিয়ায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উদযাপিত..

LATIF MORAL avatar   
LATIF MORAL
****

 

প্রযুক্তি নির্ভর যুব শক্তি, বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি'-এ প্রতিপাদ্যো নিয়ে খুলনার ডুমুরিয়ায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস-২০২৫ উদযাপিত হয়েছে।দিবসটি উপলক্ষে মঙ্গলবার সকালে  আলোচনা সভা, সনদপত্র প্রদান, যুব ঋণের চেক ও গাছের চারা বিতরণ করা হয়েছে।

উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদের প্রশাসনিক ভবনের সম্মেলেন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এস এম কামরুজ্জামান। এসময় প্রধান অতিথি হিসাবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আল-আমিন। বক্তব্যদেন উপজেলা কৃষি কর্মকর্তা ইনসাদ ইবনে আমিন, সমাজসেবা কর্মকর্তা সুব্রত বিশ্বাস, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু আবদুল্লাহ বায়েজিদ, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাকটর মোঃ মনির হোসেন, উপজেলা সমবায় কর্মকর্তা সরদার জাহিদুর রহমান, পল্লী দারিদ্র  বিমোচন কর্মকর্তা প্রতাপ চন্দ্র দাস,ইউপি চেয়ারম্যান সমারেশ মন্ডল,  সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ জাকির হোসেন খান, সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা একে.এম মনিরুজ্জামান, জামায়েত নেতা শেখ হাবিবুর রহমান,বিএনপি নেতা শেখ ফরহাদ হোসেন এ্যাডভোকেট এস এম আলমগীর হোসেনসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা,বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সুধি সমাজের ব্যক্তিবর্গ উপস্হিত ছিলেন। শেষে ১৩ জন সফল যুব প্রশিক্ষণার্থীদের মাঝে ১৩ লক্ষ ২০ হাজার টাকার চেক ও ৫ জন প্রশিক্ষানার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।

 

No comments found