‘অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি’ প্রতিপাদ্যকে সামনে রেখে খুলনার ডুমুরিয়ায় জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ শুরু হয়েছে। এ লক্ষে সোমবার সকালে উপজেলা মৎস্য অফিসের আয়োজনে উদ্বোধন অনুষ্ঠান, র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা শহীদ জোবায়েদ আলী মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সোহেল মোঃ জিল্লুর রহমান রিগান। সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল আমিন। বিশেষ অতিথির বক্তব্য দেন থানা অফিসার্স ইনচার্জ মোঃ মাসুদ রানা, প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ হাবিবুর রহমান, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর মোঃ মনির হোসেন, সমাজ সেবা কর্মকর্তা সুব্রত কুমার বিশ্বাস, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এস এম কামরুজ্জামান ও মৎস্যচাষী এ্যাডভোকেট মোঃ আলমগীর হোসেন।
স্বাগত বক্তব্য দেন ডুমুরিয়া উপজেলা মৎস্য অফিসের টেকনিক্যাল অফিসার প্রণব কুমার দাস। অনুষ্ঠানের শুরুতে একটি বর্ণাঢ্য র্যালি খুলনা- সাতক্ষীরা মহাসড়কসহ প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে শহীদ জোবায়েদ আলী মিলানাতনে সামনে এসে শেষ হয়। র্যালিতে ব্যানার ফেস্টুন সহকারে বর্ণিল সাজে মৎস্যচাষী ও মৎস্যজীবীরা যোগ দেন। র্যালির শুরুতে উপজেলা পরিষদের সামনে বেলুন ও কবুতর উড়িয়ে জাতীয় মৎস্য সপ্তাহের শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল আমিন। র্যালি শেষে ডুমুরিয়া সরকারী বালিকা বিদ্যালয়ের পুকুরে ২০ কেজি রুই জাতীয় মাছের পোনা অবমুক্ত করা হয়।
উদ্বোধন অনুষ্ঠানে মৎস্য খাতে অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ ডুমুরিয়া উপজেলায় ৫ জন কে বিভিন্ন বিভিন্ন পর্যায়ে জাতীয় মৎস্য পদক হিসেবে ক্রেস্ট ও সার্টিফিকেট ২০২৫ প্রদান করা হয়। পুরস্কার পেলেন ডুমুরিয়া উপজেলার টিপনা নতুন রাস্তা চিংড়ি চাষী ক্লাস্টার লিডার সাংবাদিক শেখ মাহতাব হোসেন, বাগদা চিংড়ি উৎপাদন সফল চাষী প্রশান্ত কুমার ঘোষ, আধা নিবিড় পদ্ধতিতে সফল বাগদা চিংড়ি চাষী নিত্যনন্দ মন্ডল, গলদা কার্প মিশ্র সফল চাষী শেখ শাহিনুর রহমান এবং গলদা উৎপাদন সফল ক্লাস্টার চাষী মারুফ সরদার। তাদেরকে অতিথিবৃন্দ ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব শেখ আমজাদ হোসেন দাদা ভাই।