উজানের ঢল ও টানা বৃষ্টিতে সিরাজগঞ্জে যমুনা নদীর পানি দ্রুত বৃদ্ধি পাচ্ছে। দুই সপ্তাহ ধরে ধীরগতিতে বাড়লেও গত ৪৮ ঘণ্টায় পানির স্তর হঠাৎ বেড়ে বিপৎসীমার কাছাকাছি পৌঁছেছে। এতে নিম্নাঞ্চল ও চরাঞ্চলের বিস্তীর্ণ ফসলি জমি ডুবে গেছে।
শনিবার (১৬ আগস্ট) দুপুরে সিরাজগঞ্জ শহররক্ষা বাঁধের হার্ডপয়েন্টে যমুনা নদীর পানি রেকর্ড করা হয় ১২ দশমিক ৪৭ মিটার, যা বিপৎসীমার মাত্র ৪৩ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। গত ২৪ ঘণ্টায় ২৩ সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়েছে। একই হারে গত দুই দিনও পানি বেড়েছে।
এদিকে কাজিপুরের মেঘাই ঘাটে পানির স্তর রেকর্ড করা হয়েছে ১৪ দশমিক ০৪ মিটার, যা বিপৎসীমার ৭৬ সেন্টিমিটার নিচে। এখানেও প্রতিদিন ২২-২৪ সেন্টিমিটার হারে পানি বাড়ছে। ফুলজোড়, করতোয়া, হুড়া সাগরসহ জেলার অভ্যন্তরীণ নদীগুলোতেও পানি বৃদ্ধির প্রবণতা লক্ষ্য করা গেছে।
পানি বৃদ্ধিতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছেন কৃষকেরা। সদর উপজেলার কাওয়াকোলা ইউনিয়নের কৃষক লতিফ সরকার বলেন,
“চরাঞ্চলের জমি একে একে পানিতে তলিয়ে যাচ্ছে। সদ্য রোপা আমন ধান, মরিচ, সবজি সবই পানির নিচে। প্রতিদিন ক্ষতির পরিমাণ বাড়ছে।”
পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী নাজমুল হোসাইন জানান,
“উজান থেকে নেমে আসা ঢল ও টানা বৃষ্টির কারণে যমুনার পানি বাড়ছে। নিম্নাঞ্চলের জমি প্লাবিত হলেও পানি বিপৎসীমা অতিক্রম করবে না বলে আশা করা হচ্ছে।