সোমবার কুইন্স স্পোর্টস ক্লাবে ২৯৭ বলে ৩০০ রানে পৌঁছে দেশের ইতিহাসে দ্বিতীয় ব্যাটার হিসেবে টেস্ট ট্রিপল সেঞ্চুরির কীর্তি গড়েছেন তিনি। এর আগে শুধু হাশিম আমলা এই কৃতিত্ব অর্জন করেছিলেন—২০১২ সালে ইংল্যান্ডের বিপক্ষে দ্য ওভালে করেছিলেন অপরাজিত ৩১১ রান।
প্রথম দিনেই মুল্ডার খেলেছিলেন ২৬৪ রানের দুর্দান্ত ইনিংস, যা দক্ষিণ আফ্রিকার ইতিহাসে একদিনে কোনো ব্যাটারের সর্বোচ্চ রান। একইসঙ্গে টেস্ট ক্রিকেটে প্রথম দিনের দ্বিতীয় সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস হিসেবেও জায়গা করে নেয় এটি।
দলের নিয়মিত অধিনায়ক কেশব মহারাজের অনুপস্থিতিতে নেতৃত্বভার পাওয়া মুল্ডার গড়েছেন আরও এক রেকর্ড—টেস্টে অধিনায়ক হিসেবে প্রথম ইনিংসে সবচেয়ে বেশি রান করা দক্ষিণ আফ্রিকান ব্যাটার এখন তিনিই।
তার ডাবল সেঞ্চুরি আসে মাত্র ২১৪ বলে, যা দক্ষিণ আফ্রিকার হয়ে দ্বিতীয় দ্রুততম। এই তালিকায় এক নম্বরে আছেন হার্শেল গিবস, যিনি ২০০৩ সালে পাকিস্তানের বিপক্ষে ২১১ বলে ডাবল সেঞ্চুরি করেছিলেন।
তিন নম্বরে ব্যাটিংয়ে নেমে মুল্ডার গড়েছেন দুটি বড় জুটি—ডেভিড বেডিংহ্যামের সঙ্গে ১৮৪ রানের এবং লুয়ান-ড্রে প্রিটোরিয়াসের সঙ্গে ২১৭ রানের পার্টনারশিপ। তাদের ব্যাটে ভর করেই প্রথম ইনিংসে বড় সংগ্রহের পথে এগিয়ে যায় দক্ষিণ আফ্রিকা, যারা টস হেরে ব্যাট করতে নেমেছিল।
ইইতিমধ্যে ভেঙেছে অনেক কিংবদন্তি ব্যাটসম্যানদের রেকর্ড। হাতছানি দিচ্ছে ব্রায়ান লারার বিখ্যাত ৪০০ রান কেও।