নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
বাংলাদেশ পুলিশ সবসময় আইন-শৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় টাঙ্গাইল জেলার নাগরপুর থানার পুলিশ একটি গুরুত্বপূর্ণ সাফল্য অর্জন করেছে।
দীর্ঘদিন যাবৎ পলাতক থাকা যাবজ্জীবন সশ্রম কারাদন্ড এবং ১০,০০০/- (দশ হাজার) টাকা অর্থদণ্ডপ্রাপ্ত জিআর সাজা পরোয়ানাভুক্ত আসামী
মোঃ রবিজুল ইসলাম, পিতা–মোঃ আবুল হোসেন, মাতা–লতিফা বেগম,
সাং–সিংদাইর, থানা–নাগরপুর, জেলা–টাঙ্গাইল
কে গ্রেফতার করেছে নাগরপুর থানার একটি বিশেষ টিম।
পুলিশ সূত্রে জানা যায়, ১৮ জুন ২০২৫ খ্রিঃ তারিখ রাত আনুমানিক ২টা ৪০ মিনিটে মানিকগঞ্জ জেলার সদর থানা এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামীকে আইনানুগ প্রক্রিয়ায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।