দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুরে জুলাই গনঅভ্যুত্থানে শহীদ রুদ্র সেনের স্মরণে তাঁতী দলের উদ্যোগে শ্রদ্ধাঞ্জলি অর্পণ ও বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে।
১৮ জুলাই শুক্রবার সকাল ১১ টায় দিনাজপুর জেলা তাঁতী দলের আয়োজনে শহরের ইকবাল হাই স্কুল মোড়ে নির্মিত শহীদ রুদ্র সেন স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণের মাধ্যমে কর্মসূচির সূচনা করা হয়। এরপর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বৃক্ষরোপণ কার্যক্রম পরিচালিত হয়। এ কর্মসূচির মাধ্যমে পরিবেশ রক্ষার গুরুত্ব ও শহীদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা প্রকাশ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দিনাজপুর জেলা বিএনপি'র সাংগঠনিক সম্পাদক মোঃ আমিনুল ইসলাম মুন্না বলেন, 'শহীদ রুদ্র সেনের আত্মত্যাগ আমাদের রাজনৈতিক সংগ্রামে প্রেরণা যোগায়। তার আত্মত্যাগের স্মৃতি আমাদের নতুন প্রজন্মকে দেশের প্রতি দায়িত্বশীল হতে উৎসাহিত করবে।' তিনি আরো বলেন, 'পরিবেশ রক্ষা ও সবুজায়নের জন্য বৃক্ষরোপণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষা করবে এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ বাংলাদেশ গড়ে তুলতে সহায়ক হবে।'অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী তাঁতী দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক ও দিনাজপুর জেলা তাঁতীদলের সভাপতি মোঃ রেজাউল ইসলাম এবং কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সদস্য শাহিন খান। এ সময় পৌর বিএনপি'র ত্রাণ বিষয়ক সম্পাদক নাজিমুল হক লিটন, জেলা তাঁতীদলের সাধারণ সম্পাদক মোঃ হাসিনুর রহমান খান হাসু, তাঁতী দলের যুগ্ম সম্পাদক কাজী আব্দুর রহিম, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সেলিম হোসেন, সহ - সাংগঠনিক আবিদ হোসেন চুন্নু, দপ্তর সম্পাদক মো: পারভেজ, সদর উপজেলা তাঁতী দলের সভাপতি মোঃ বাবু, সিনিয়র সহসভাপতি মাসূদ রানা , সাধারণ সম্পাদক মো: মাসুদ খান , কোতয়ালী তাঁতী দলের সহ- সভাপতি শাহিন মিন্নাত খান, পৌর তাঁতি দলের ভারপ্রাপ্ত আহবায়ক রবিউল আলম, যুগ্ন আহবায়ক মেহদী হাসান শরীফ, সদস্য সচিব আবুল হোসেন খোকন, জেলা কমিটির সদস্য মনু, মুন। যুবদল নেতা মোঃ রবিন খানসহ জাতীয়তাবাদী তাঁতি দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।