close

লাইক দিন পয়েন্ট জিতুন!

দিনাজপুরে র‌্যাবের অভিযানে অস্ত্রসহ ২ ভাই আটক

MD ABDUL MAZID KHAN avatar   
MD ABDUL MAZID KHAN
****

খান মোঃ আঃ মজিদ দিনাজপুর জেলা প্রতিনিধি 

 

দিনাজপুর সদর উপজেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে অস্ত্রসহ দুই ভাইকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

 

আটকরা হলেন, সদর উপজেলার বড়গ্রামের মো. আব্দুল জব্বারের ছেলে মো. মোসলেম উদ্দিন (৩৫) ও তার ভাই মুরসালিন বাবু (২৮)। 

 

আজ রোববার বিকেলে র‌্যাব-১৩ ক্যাম্পের জনসংযোগ বিভাগের সিনিয়র সহকারী পরিচালক অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে তথ্য নিশ্চিত করা হয়েছে।

 

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে দিনাজপুর র‌্যাব-১৩ ক্যাম্পের অভিযানিক দল রোববার সকালে বড়গ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ সংলগ্ন মুরসালিনের বাড়িতে অভিযান চালায়। এ সময় তার রুম থেকে একটি বিদেশি পিস্তল ও ম্যাগাজিনে লোড করা ৫ রাউন্ড তাজা গুলি জব্দ করা হয়। এই ঘটনার সঙ্গে জড়িত মোসলেম উদ্দিনকেও গ্রেপ্তার করা হয়।  

 

জিজ্ঞাসাবাদে তারা অস্ত্র, গুলি ও ম্যাগাজিন তাদের হেফাজতে ছিল বলে স্বীকার করেছেন।

 

র‌্যাব সূত্রটি জানায়, গত রোববার বিকেলে তাদের দিনাজপুর সদর থানায় সোপর্দ করা হয়েছে। র‌্যাব সদস্যদের পক্ষ থেকে অস্ত্র নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

 

No comments found