close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

দিনাজপুরে অপরাধ দমনে কঠোর অবস্থানে পুলিশ প্রশাসন

MD ABDUL MAZID KHAN avatar   
MD ABDUL MAZID KHAN
****

 

দিনাজপুর প্রতিনিধি: খান মোঃ আঃ মজিদ 

 

উচ্চপদস্থ ঊর্ধ্বতন পুলিশ প্রশাসনের নির্দেশনা অনুযায়ী দিনাজপুর জেলার সবগুলো ১৩টি থানা—কোতোয়ালি, বোচাগঞ্জ, বিরল, কাহারোল, বীরগঞ্জ, খানসামা, চিরিরবন্দর, পার্বতীপুর, ফুলবাড়ী, বিরামপুর, হাকিমপুর, নবাবগঞ্জ ও ঘোড়াঘাট—অধীন এলাকার চিহ্নিত অপরাধীদের বিরুদ্ধে বিশেষ অভিযান শুরু হয়েছে।

 

গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি, পলাতক আসামি, নতুন করে গজে ওঠা চাঁদাবাজ, সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী, নারী ও শিশু পাচারকারী, কালোবাজারি—এদের কাউকেই ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছে পুলিশ। ইতোমধ্যে নির্দেশনা জারি করেছেন রংপুর বিভাগের ডিআইজি মহোদয়, দিনাজপুর জেলা প্রশাসক, পুলিশ সুপার, ওসি ডিবি পুলিশসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

 

বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ড. ইউনুসের নির্দেশনা ও দিনাজপুর সেনা কমান্ডারের সহযোগিতায় প্রশাসন আরও শক্ত অবস্থানে নামছে। অপরাধ দমনে জনগণকে পাশে থাকার আহ্বান জানিয়ে পুলিশ জানিয়েছে—“পুলিশের একার পক্ষে সম্ভব নয়। জনগণ পাশে থাকলে অপরাধীরা আর পালিয়ে থাকতে পারবে না।”

 

সাধারণ মানুষকে অনুরোধ করা হয়েছে, কোন অপরাধী বা অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য গোপন না রেখে নিকটস্থ থানা বা পুলিশ ফাঁড়িতে জানাতে। এতে ভুক্তভোগীরা যেমন ন্যায়বিচার পাবেন, তেমনি করে এলাকাবাসী নিশ্চিন্তে চলাফেরা করতে পারবে এবং নিরাপদ পরিবেশ ফিরে আসবে।

Ingen kommentarer fundet