খান মোঃ আঃ মজিদ দিনাজপুর জেলা প্রতিনিধি
দিনাজপুর আন্তঃজেলায় সক্রিয় অজ্ঞানপার্টি ও চোরচক্রের ৬ সদস্যকে বিশেষ অভিযানে গ্রেফতার করেছে গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
অভিযানের সময় তাদের কাছ থেকে চোরাই মালামালসহ নগদ টাকাও উদ্ধার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে জেলার বিভিন্ন স্থানে অজ্ঞানপার্টির কার্যক্রম ও চুরি-ডাকাতির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে।
গোয়েন্দা পুলিশ জানায়, আসামিদের বিরুদ্ধে একাধিক মামলা প্রস্তুতির কাজ চলছে। তদন্ত শেষ হলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে এসেছে এবং সাধারণ মানুষ আশা করছেন, পুলিশের এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলতে থাকবে।