নিউজ ডেস্কঃ
দিনাজপুরের রানীগঞ্জ বাজারে পূর্ব শত্রুতার জেরে ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েছেন মামা-ভাগিনা—ফিরোজ আলম (৪০) ও জাহিদ ইকবাল (৪৫)। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন।
মঙ্গলবার (১২ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে কালু হাজি রাইস মিল চাতালে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের মতে, নাঈমুল ইসলাম শুভ (২৭) পকেট থেকে ধারালো ক্রিস বা টিপ ছুরি বের করে ফিরোজ আলমের পেটে আঘাত করে, যাতে তার নাড়িভুঁড়ি বের হয়ে আসে। তাকে বাঁচাতে এগিয়ে গেলে মামা জাহিদ ইকবালকেও একইভাবে পেটে ছুরিকাঘাত করা হয়।
গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাদের দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। রাতেই বিশেষজ্ঞ চিকিৎসক দল অস্ত্রোপচার সম্পন্ন করে, তবে অবস্থার অবনতি হওয়ায় বুধবার সকালে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হয়। হাসপাতালের পরিচালক ডা. ফজলুর রহমান জানান, দুজনের অবস্থাই অত্যন্ত সংকটাপন্ন।
ঘটনার পর পুলিশ মামুন (৫০), সজীব (২৩) ও সাইফুল আহমেদ (৪৮) নামের তিনজনকে গ্রেফতার করেছে এবং বুধবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তবে মূল অভিযুক্ত নাঈমুল ইসলাম শুভ এখনও পলাতক। দিনাজপুর কোতোয়ালি থানার ওসি নুরুজ্জামান জানান, তাকে গ্রেফতারে অভিযান চলছে। এ ঘটনায় সাজু আহমেদ বাদী হয়ে হত্যা প্রচেষ্টা ও অন্যান্য ধারায় মামলা করেছেন।