close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

দিনাজপুরে বোচাগঞ্জ থানার চৌকস অভিযানে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ৩ আসামি আটক..

MD ABDUL MAZID KHAN avatar   
MD ABDUL MAZID KHAN
****

 

দিনাজপুর প্রতিনিধি: খান মোঃ আঃ মজিদ 

দিনাজপুর জেলার বোচাগঞ্জ থানার পুলিশের কঠোর অভিযানে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ১৩ আসামির মধ্যে ৩ জনকে আটক করেছে পুলিশ। বাকিরা এখনও পলাতক রয়েছে।

 

বিশ্বস্ত সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে এরা আত্মগোপনে ছিল এবং টাঙ্গাইল জেলার মির্জাপুর থানার সংলগ্ন গড়াই এলাকায় বসবাস করছিল। তাদের বিরুদ্ধে নির্বাহী ম্যাজিস্ট্রেট কোর্ট থেকে একটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে (মামলা নং এমআর-১/২০২৫ )

 

অভিযানে নেতৃত্ব দেন বোচাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদ হাসান সরকার। তার সঙ্গে ছিলেন ২ জন এএসআই, ২ জন এসআই ও ১ জন কনস্টেবল । দীর্ঘদিনের পরিকল্পনা ও কৌশলের মাধ্যমে এ অভিযানে সফল হয় পুলিশ।

 

ওসি জাহিদ হাসান সরকার বলেন—

“পুলিশ চাইলে পাথরের মধ্য থেকেও রস বের করতে পারে। আসামি যতই পালানোর চেষ্টা করুক না কেন, শেষ পর্যন্ত আইনের হাতে ধরা পড়তেই হবে। সাধারণ জনগণ সহযোগিতা করলে যেকোনো অপরাধীকে আইনের আওতায় আনা সম্ভব।”

 

আটক আসামি (৩ জন আসামি হলো)

 

1. লাইছুর রহমান (৫৩), পিতা মফির উদ্দিন

 

 

2. মোছাঃ লিপি আক্তার (৪৪), স্বামী লাইছুর রহমান

 

 

3. মোছাঃ আশা আক্তার (২৬), পিতা লাইসুর রহমান

 

 

 

পলাতক আসামি (১০ জন)

 

1. মোঃ রুবেল খান (৩৩), পিতা আব্দুল মজিদ

 

 

2. মোঃ সোহেল খান (৩১), পিতা আব্দুল মজিদ

 

 

3. মোছাঃ ইভা বেগম (২৮), স্বামী রুবেল খান

 

 

4. মোছাঃ লাবনী বেগম (২৫), স্বামী সোহেল খান

 

 

5. মোছাঃ সুখজান বেগম (৪৫), স্বামী মফিজুল ইসলাম

 

 

 

ঠিকানা কলেজপাড়া মাদ্রাসা রোড, মেলার মাঠ এলাকা, ৭ নং ওয়ার্ড, সেতাবগঞ্জ পৌরসভা, বোচাগঞ্জ, দিনাজপুর

 

এদের বিরুদ্ধে দায়েরকৃত মামলা নং

১) সিআর নং ১৫১/২৪

২) সিআর নং ১৮৪/২৪

৩) নির্বাহী কোর্ট পি মামলা নং ৩৯৬/২৪

 

6. মোঃ রাসেল (২২), পিতা আব্দুল মজিদ

 

 

7. মোছাঃ আলো আর্জিনা বেগম (১৯), পিতা মোঃ আলম

 

 

 

বর্তমান ঠিকানা স্টেশনপাড়া, সেতাবগঞ্জ, দিনাজপুর

 

এদের বিরুদ্ধে দায়েরকৃত মামলা নং

১/ সিআর নং ৬৯/২৫

২/ সিআর নং ১৪৭/২৫

 

8. মোছাঃ রাশিদা আক্তার (২৮), স্বামী দেলোয়ার হোসেন

 

 

9. মোঃ নয়ন মিয়া (২৩), পিতা লাইছুর রহমান

 

 

10. মোঃ দেলোয়ার হোসেন (৩৭), শ্বশুর লাইছুর রহমান

 

 

 

স্থায়ী ঠিকানা ৬ নং ওয়ার্ড, ৩ নং মুর্শিদাহাট ইউনিয়ন পরিষদ, জালগাঁও, বোচাগঞ্জ, দিনাজপুর

 

এদের বিরুদ্ধে দায়েরকৃত মামলা নং

১) নির্বাহী কোর্ট মামলা নং এমআর১/২৫

২) বোচাগঞ্জ থানার মামলা নং ৪/২৩

দিনাজপুর কোর্ট বিচার ফাইল নং ১২৯/২৩ তিনজন আটক

৩) সিআর নং ৯০১/২৪ তিনজন আটক

৪) সিআর নং ২৫৪/২৪ তিনজন আটক

৫) সিআর নং ১৪৭/২৫ তদন্তধীন রয়েছে

 

পুলিশের এই অভিযান সফল হওয়ায় এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

স্থানীয়রা মনে করছেন, বোচাগঞ্জ থানার ওসি জাহিদ হাসান সরকারের নেতৃত্বে পুলিশ অপরাধ দমনে নতুন দৃষ্টান্ত স্থাপন করছে।

 

No comments found