দিনাজপুরে ২৬ কেজি গাঁজা ও একটি ট্রাকসহ দুই মাদক ব্যবসায়ী আটক..

MD ABDUL MAZID KHAN avatar   
MD ABDUL MAZID KHAN
****

খান মোঃ আঃ মজিদ দিনাজপুর জেলা প্রতিনিধি 

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) দিনাজপুর জেলা কার্যালয়ের চলমান অভিযান ও গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার বিকেলে দিনাজপুরের বিরল এলাকা থেকে ২৬ কেজি গাঁজা ও একটি ট্রাকসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে।

 

আটককৃতরা হলেন, টাঙ্গাইল জেলার নাগরপুর থানার ৬ নং সবাতপুর ইউনিয়নের নন্দপাড়া গ্রামের মোঃ কাজী ছোরহাবের পুত্র কাজী সোহেল (৩৯) এবং একই জেলার ধনবাড়ি উপজেলার মোঃ শাহিনের পুত্র মোঃ সুমন (২২)। তারা ঢাকা মেট্রো ট-১২-৫৫ ৭৭ নং ট্রাকে করে কুমিল্লা থেকে গাঁজা নিয়ে দিনাজপুরের বিরল উপজেলায় প্রবেশের সময় এম এম ফিলিং স্টেশনের সামনে আটক হয়। তাদের কাছে দুইটি বস্তায় রাখা মোট ২৬ কেজি গাঁজা পাওয়া যায়, যার আনুমানিক বাজারমূল্য ৭ লক্ষ ৮০ হাজার টাকা।

 

আটক হওয়ার পর তাদের বিরুদ্ধে দিনাজপুরের বিরল থানায় ২০০৮ সালের ৩৬(১) সরণি ১৯(গ) ৪১/২৬(১) ধারায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

 

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর দিনাজপুর জেলা কার্যালয়ের উপপরিচালক মোঃ রাকিবুজ্জামান এই অভিযানের তথ্য নিশ্চিত করেছেন।

 

No comments found