close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

দিনাজপুর ঘোড়াঘাট উপজেলার সাতপাড়া করতোয়া নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ খেলা অনুষ্ঠিত।..

Emran Prodhan avatar   
Emran Prodhan
দিনাজপুর ঘোড়াঘাট উপজেলার সাতপাড়া

ইমরান প্রধান, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ

আজ (১৩)ই আগস্ট বিকেল ৪ ঘটিকায় ঘোড়াঘাট উপজেলার সাতপাড়া করতোয়া নদীতে নৌকা বাইচ খেলা অনুষ্ঠিত হয়।
এই নৌকা বাইচ একটা ঐতিহ্যবাহী খেলা অনেক দূর দুরান্ত থেকে মানুষ নৌকা বাইচ খেলা দেখতে আসে, খেলা দেখে সুন্দর উপভোগ করেন।

সাতপাড়া ঐতিহ্যবাহী নৌকা খেলায় দুইটি বিজয়ী দল-
প্রথম পুরষ্কার (একটি গরু)= করতোয়া এক্সপ্রেস নলডাঙ্গা 

দ্বিতীয় পুরষ্কার (একটি খাসি)= দশের দোয়া এক্সপ্রেস (কুমারপুর)

এ সময় উপস্থিত ছিলেন, ৩ নং সিংড়া ইউপি চেয়ারম্যান সাজ্জাদ হোসেন, সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ সারোয়ার হোসেন, ইউপি সদস্য গোলাম রব্বানী 

সব শেষে পুরষ্কার বিতরণ করে খেলা সমাপ্তি ঘোষণা করা হয়।

کوئی تبصرہ نہیں ملا