close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

ডিজিটাল ভবিষ্যত নির্মাণে ইবিতে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন সম্পন্ন..

Mahfujul Haque Piyas avatar   
Mahfujul Haque Piyas
‘ভবিষ্যতের বিশ্বের জন্য ডিজিটাল প্রযুক্তি’ প্রতিপাদ্য নিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ইনস্টিটিউট অফ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং (IEEE) এর আয়োজনে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন ..

ইবি প্রতিনিধি:
‘ভবিষ্যতের বিশ্বের জন্য ডিজিটাল প্রযুক্তি’ প্রতিপাদ্য নিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ইনস্টিটিউট অফ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং (IEEE) এর আয়োজনে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন ‘কম্পিউটিং, অ্যাপ্লিকেশন অ্যান্ড সিস্টেমস (COMPAS ২০২৫)’ সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) শুরু হওয়া এই সম্মেলনের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয় শুক্রবার (২৪ অক্টোবর) কুষ্টিয়ার দিশা টাওয়ারে। প্রথম দিনের কার্যক্রম বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তন ও ইবনে সিনা বিজ্ঞান ভবনে অনুষ্ঠিত হয়।

সম্মেলনে কৃত্রিম বুদ্ধিমত্তা, মেশিন লার্নিং, কোয়ান্টাম কম্পিউটিং, নেটওয়ার্ক সিকিউরিটি, ডেটা অ্যানালিটিক্স, কম্পিউটার ভিশন ও অ্যালগরিদম বিষয়ে গবেষণাপত্র উপস্থাপন করা হয়। বিশ্বের ও দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ৭৯০টি প্রবন্ধের মধ্যে ২৬৪টি নির্বাচিত হয়, যা ২৫০টি বিশ্ববিদ্যালয় ও প্রতিষ্ঠানের ৫১৮ জন লেখকের প্রতিনিধিত্ব করে। এতে ২৬টি দেশের গবেষকরা সরাসরি ও ভার্চুয়ালি অংশগ্রহণ করেন।

আয়োজনে সহায়তা করে ইবির কেন্দ্রীয় পরীক্ষাগার, আইসিটি বিভাগ ও প্রকৌশল ও প্রযুক্তি অনুষদ।
প্রযুক্তিগত সহায়তা দেয় IEEE ইবি শাখা, IEEE কম্পিউটার সোসাইটি ইবি স্টুডেন্ট চ্যাপ্টার, IEEE ইঞ্জিনিয়ারিং ইন মেডিসিন অ্যান্ড বায়োলজি সোসাইটি ইবি স্টুডেন্ট চ্যাপ্টার এবং স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব আইসিটি (SAICT)।

প্রথম দিনে উপাচার্য অধ্যাপক ড. নকিব মোহাম্মদ নসরুল্লাহ ভার্চুয়ালি প্রধান পৃষ্ঠপোষক হিসেবে যুক্ত ছিলেন। উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম। মূল বক্তাদের মধ্যে ছিলেন অস্ট্রেলিয়ার এডিথ কাওয়ান বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. সৈয়দ মোহাম্মদ শামসুল ইসলাম, পাকিস্তানের আইওবিএম রেক্টর অধ্যাপক ড. তারিক রাহি সুমরো, যুক্তরাষ্ট্রের পারডু বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও IEEE ফেলো ড. এম মুস্তাফা হুসেন, বুয়েটের অধ্যাপক ড. সোহেল রানা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আব্দুর রাজ্জাক।

দ্বিতীয় দিনে বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজির (বিইউবিটি) উপাচার্য অধ্যাপক ড. এ বি এম শওকত আলী ‘অনুশীলনে এআই’ বিষয়ে আলোচনায় বিশেষ অতিথি ছিলেন। এছাড়া উপস্থিত ছিলেন ইবির রেজিস্ট্রার অধ্যাপক ড. মঞ্জুরুল হক।

সমাপনী দিনে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে বক্তব্য দেন ইবি উপাচার্য অধ্যাপক ড. নকিব মোহাম্মদ নসরুল্লাহ। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের (বিপিএসসি) সদস্য অধ্যাপক ড. এম সোহেল রহমান।

সম্মেলনের জেনারেল চেয়ার ছিলেন অধ্যাপক ড. কে. এম. আজহারুল হাসান ও অধ্যাপক ড. আহসান হাবিব তারেক। টিপিসি চেয়ার ছিলেন অধ্যাপক ড. এম. ওবায়দুর রহমান ও অধ্যাপক ড. মশিউল হক। আয়োজক চেয়ার ছিলেন ইবি কেন্দ্রীয় পরীক্ষাগারের পরিচালক অধ্যাপক ড. জাহিদুল ইসলাম।

সমাপনী দিনে প্রধান পৃষ্টপোষকের বক্তব্যে উপাচার্য অধ্যাপক ডক্টর নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, "IEEE বিশ্বব্যাপী প্রযুক্তি ও উদ্ভাবনের অগ্রগতির একটি অলাভজনক পেশাদার প্লাটফর্ম হিসেবে স্বীকৃত। বাংলাদেশে IEEE কম্পিউটার সোসাইটি একটি বিশিষ্ট নাম যারা শিক্ষা সম্প্রদায়ের মধ্যে আস্থা তৈরিতে এবং মানবতার জন্য কাজ করতে অনুপ্রাণিত করেছে।

আমি বিশ্বাস করি, এই সম্মেলন যারা গবেষণাপত্র লেখা এবং জমা দেওয়ার জন্য সময় এবং প্রচেষ্টা ব্যয় করেছে তারা দেশ-বিদেশের বৈজ্ঞানিক মনস্তাত্ত্বিকদের মধ্যে আগ্রহ তৈরি করবে। এই উৎসাহ- বৌদ্ধিক সম্পৃক্ততা সম্মেলনের সবচেয়ে মূল্যবান অর্জন হিসেবে উপস্থাপন করা  হয়েছে।

গবেষণা ও উন্নয়নকে উৎসাহিত করার জন্য শিক্ষার্থীদের বৃহত্তর বৈজ্ঞানিক সম্প্রদায়ের মধ্যে প্রযুক্তি, বিশেষ করে কম্পিউটার অ্যাপ্লিকেশন এবং সিস্টেমের ধারণা প্রচারে ভূমিকা রাখার জন্য IEEE-এর বাংলাদেশ চ্যাপ্টার প্রশংসিত হচ্ছে। আমি আত্মবিশ্বাস করি ভবিষ্যৎে এই সফল যাত্রা অব্যাহত থাকবে।

Inga kommentarer hittades


News Card Generator