close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

ডি ভিলিয়ার্সের বিধ্বংসী সেঞ্চুরিতে ইংল্যান্ড চ্যাম্পিয়ন্সের বিরুদ্ধে বিশাল জয় দঃ আফ্রিকার।..

Bakhtiar S. avatar   
Bakhtiar S.
ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশীপ অব লেজেন্ডস (WCL) ২০২৫-এর ৮ম ম্যাচ। মুখোমুখি দুই দল দক্ষিন আফ্রিকা চ্যাম্পিয়ন্স এবং ইংল্যান্ড চ্যাম্পিয়ন্স।..

ইংল্যান্ডের লিসেস্টারে ২৪ জুলাই টুর্নামেন্টের ৮ নম্বর ম্যাচ তথা নিজেদের ৩য় ম্যাচে মাঠে নামে দক্ষিন আফ্রিকা চ্যাম্পিয়ন্স স্বাগতিক ইংল্যান্ড চ্যাম্পিয়ন্সের বিরুদ্ধে। 

টসে জিতে দঃ আফ্রিকা ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়। ইংল্যান্ড প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৫২ রান সংগ্রহ করে। দলের পক্ষে ফিল মাস্টার্ড ৩৩ বলে ৩৯ এবং সামিত প্যাটেল ১৬ বলে করেন ২৪ রান। দঃ আফ্রিকার হয়ে ইমরান তাহির এবং ওয়েইন পারনেল যথাক্রমে ১৭ ও ৩৬ রানের বিনিময়ে ২টি করে উইকেট লাভ করেন। 

জবাবে দঃ আফ্রিকার অধিনায়ক এবি ডি ভিলিয়ার্স (তাঁর স্বভাববিরুদ্ধ) ওপেনিং পজিশনে ব্যাট করতে নামেন হাশিম আমলার সাথে। হয়ত তিনি গত ম্যাচে যেখানে শেষ করেছিলেন অপরাজিত থেকে, সেখানে থেকেই শুরু করতে চেয়েছিলেন! ভাগ্যবিধাতা তাকে বিমুখও করেননি। "মিঃ ৩৬০°" হিসেবে খ্যাত এ ব্যাটসম্যান বয়স ৪১-এ এসেও প্রমাণ করলেন যে, তাঁর ঐ উপাধিটা মোটেই ভুল কিছু ছিল না। যাইহোক, ডি ভিলিয়ার্স মাত্র ৫১ বল মোকাবেলা করে ১৫ টি চার এবং ৭ টি ছক্কার মাধ্যমে ১১৬ রানের আরো একটি অপরাজিত ইনিংস খেলার পথে ব্যাটিং তান্ডব চালান ইংলিশ বোলারদের ওপর। সাথে হাশিম আমলা করেন ২৫ বলে ২৯* রান। যার সুবাদে মাত্র ১২.২ ওভারে সহজেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় দঃ আফ্রিকা। 

টুর্নামেন্টে এ পর্যন্ত ৩ টি ম্যাচ খেলে সবগুলোতেই জিতে দঃ আফ্রিকা চ্যাম্পিয়ন্স এখন পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে।

No comments found