ধনবাড়ীতে তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচি প্রচার শোভাযাত্রা
ধনবাড়ী-মধুপুর আসনে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচি প্রচার করা হয়েছে।
শনিবার ধনবাড়ী শহরে অনুষ্ঠিত এ শোভাযাত্রার নেতৃত্ব দেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য, জননেতা স্বপন ফকির।
শোভাযাত্রায় ধনবাড়ী উপজেলা ও পৌর বিএনপির শত শত নেতাকর্মী অংশ নেন। কর্মসূচি চলাকালে নেতৃবৃন্দ জানান— তারেক রহমানের ঘোষিত ৩১ দফা কর্মসূচি দেশে গণতন্ত্র পুনরুদ্ধার, জনগণের অধিকার প্রতিষ্ঠা ও অর্থনৈতিক মুক্তির জন্য একটি যুগান্তকারী রূপরেখা।
জননেতা স্বপন ফকির বলেন—
> “তারেক রহমানের নেতৃত্বে এই ৩১ দফা কর্মসূচি আমাদের জাতীয় জীবনে আশার আলো। ধনবাড়ী-মধুপুর আসনের প্রতিটি ঘরে ঘরে এই বার্তা পৌঁছে দিতে আমরা বদ্ধপরিকর।”
শোভাযাত্রা শেষে ধনবাড়ী পৌর শহরের বিভিন্ন মোড়ে লিফলেট বিতরণ করা হয় এবং জনগণের মাঝে কর্মসূচির গুরুত্ব তুলে ধরা হয়।