close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

ধনবাড়ীতে পুকুরে গ্যাস ট্যাবলেট দিয়ে ২০ লাখ টাকার মাছ নিধন..

গোলাম রব্বানী avatar   
গোলাম রব্বানী
****

টাঙ্গাইলের ধনবাড়ী পৌর এলাকার ৪নং ওয়ার্ডের ধনবাড়ী কেন্দ্রীয় ঈদগাহ মাঠ পুকুরে গতকাল রাত্রি কোন এক সময় শ*ত্রুতাবসত কে বা কারা গ্যাস ট্যাবলেট প্রয়োগ করে প্রায় ২০ থেকে ২৫ লক্ষ টাকার মাছ নিধন করেছে ।

এব্যাপারে মৎস্য চাষী মোঃ ইলিয়াস আহমেদ পলাশ 'আই নিউজ বিডি"কে জানান ,"আমি অনেক কষ্ট করে আমার যত টাকা ছিল সকল টাকা এই পুকুরে খরচ করেছি। আমার জানামতে কখনো কোনদিন কারো কোনদিন ক্ষতি করিনি।কে এই আমার সর্বনাশ করলো!"এ কথা বলে দু চোখের পানি ছেড়ে দিচ্ছে মৎস্য চাষী পলাশ। তিনি আরো বলেন, "আমি রাস্তায় বসে গেলাম। আমার আর কোন কিছু রইল না।" "আই নিউজ বিডি"কে তিনি আরো জানান," আমি আইনগত ব্যবস্থা নিব। আপনারা সকলেই আমাকে সহযোগিতা করবেন। আইন প্রয়োগকারী সংস্থা যদি একটু তৎপর হয়ে সঠিকভাবে তদন্ত করে আমবাগান সকাল বাজারে প্রায় প্রতিটি দোকানেই সিসি ক্যামেরা আছে। সঠিকভাবে তদন্ত করলে অবশ্যই অপরাধীকে শনাক্ত করা সম্ভব এবং আইনের আওতায় আনা যাবে বলে আমি মনে করি।"

No comments found