শাকিব খান - ২০২৫
দীর্ঘ ক্যারিয়ারে অনেক উথান-পতন হলেও তিনি সিনেমায় অনিয়মিত হননি কখনো। ভাগ্য তাকে সবসময় টেনে নিয়ে গেছে সামনের দিকে। ঢাকাই সিনেমাকে শাকিব খান একাই টেনে নিয়ে যাচ্ছেন বহু বছর ধরে।
‘প্রিয়তমা’ বিরাট সাফল্যে দর্শক মহলে দারুন প্রশংসা কুড়ায়। প্রিয়তমা’ ও ‘ঈশ্বর’ গান দুটি অত্যন্ত জনপ্রিয় হয়। ‘প্রিয়তমা’ সিনেমায় টিকেট না পেয়ে ভক্তরা সিনেমা হলে ভাংচুর চালান, বিগত কয়েক বছরের ইতিহাসে এরকম দৃশ্য বিলুপ্ত হতে চলেছিল। সেই সাথে বাংলা চলচ্চিত্রের সর্বোচ্চ ব্যবসা সফল সিনেমার নায়কের কেতাব লাভ করেন।
এর আগে আরেকটি সাফল্যের পালকে যুক্ত হয় ‘লিডার: আমিই বাংলাদেশ’। ঈদুল ফিতরে মুক্তি পাওয়া সিনেমাটি পেয়েছে সুপারহিট তকমা।
বাংলাদেশের চলচ্চিত্র অভিনেতা হিসেবে এই প্রথম প্যান ইন্ডিয়ান সিনেমায় কাজ করলেন শাকিব খান।
বর্তমানে বরবাদ তান্ডব রিলিজ হয়েছে , সুপার হিট হয়েছে বরবাদ । আরো কিছু বড় বড় সিনেমা আছে তার ইপ লাইনে। এ। আশা করি ২০২৪ এর মত ২০২৫ সালও রাজত্ব করবেন শাকিব খান।