close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

ঢাকা সিনিয়র ডিভিশন ফুটবল লিগে খেলবেন ফুলগাজীর ফজলে রাব্বী..

Monsur Alam avatar   
Monsur Alam
ঢাকা সিনিয়র ডিভিশন ফুটবল লিগে খেলবেন ফুলগাজীর ফজলে রাব্বী

‎১০ আগস্ট, ঢাকা সিনিয়র ডিভিশন ফুটবল লিগ (২০২৫-২৬ মৌসুম) খেলার জন্য ঢাকা স্বাধীনতা ক্রীড়া সংঘের সাথে আনুষ্ঠানিকভাবে চুক্তিবদ্ধ হয়েছেন ফেনীর ফুলগাজীর উদীয়মান ফুটবলার ও প্রত্যাশা ক্লাবের খেলোয়াড় মো. ফজলে রাব্বী।

‎মুন্সীরহাট ইউনিয়নের ফুটবল টুর্নামেন্ট দলের লিডার হিসেবে পরিচিত রাব্বী বর্তমানে ফুলগাজীর আলী আজম স্কুল অ্যান্ড কলেজের ছাত্র। তিনি দক্ষিণ ফতেপুর গ্রামের সৌদি প্রবাসী মো. মোশারফের একমাত্র পুত্র। ছোটবেলা থেকেই ফুটবল ও শারীরিক অনুশীলনে দক্ষ এই তরুণ খেলোয়াড় ইতোমধ্যেই এলাকাবাসী ও শিক্ষকদের প্রশংসা কুড়িয়েছেন।

‎বিশেষ সূত্রে জানা যায়, তার মা আছমা আক্তারের একক প্রচেষ্টা ও অবিচল সমর্থনেই পড়াশোনা ও খেলাধুলা—দুই ক্ষেত্রেই রাব্বী এগিয়ে যাচ্ছে সাফল্যের পথে।
‎তিনি সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।

No comments found