১০ আগস্ট, ঢাকা সিনিয়র ডিভিশন ফুটবল লিগ (২০২৫-২৬ মৌসুম) খেলার জন্য ঢাকা স্বাধীনতা ক্রীড়া সংঘের সাথে আনুষ্ঠানিকভাবে চুক্তিবদ্ধ হয়েছেন ফেনীর ফুলগাজীর উদীয়মান ফুটবলার ও প্রত্যাশা ক্লাবের খেলোয়াড় মো. ফজলে রাব্বী।
মুন্সীরহাট ইউনিয়নের ফুটবল টুর্নামেন্ট দলের লিডার হিসেবে পরিচিত রাব্বী বর্তমানে ফুলগাজীর আলী আজম স্কুল অ্যান্ড কলেজের ছাত্র। তিনি দক্ষিণ ফতেপুর গ্রামের সৌদি প্রবাসী মো. মোশারফের একমাত্র পুত্র। ছোটবেলা থেকেই ফুটবল ও শারীরিক অনুশীলনে দক্ষ এই তরুণ খেলোয়াড় ইতোমধ্যেই এলাকাবাসী ও শিক্ষকদের প্রশংসা কুড়িয়েছেন।
বিশেষ সূত্রে জানা যায়, তার মা আছমা আক্তারের একক প্রচেষ্টা ও অবিচল সমর্থনেই পড়াশোনা ও খেলাধুলা—দুই ক্ষেত্রেই রাব্বী এগিয়ে যাচ্ছে সাফল্যের পথে।
তিনি সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।
close
ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!
No comments found