সকাল থেকেই বিভিন্ন জেলা ও বিভাগীয় কল্যাণ সমিতির সার্বিক সহযোগিতায় পরীক্ষাটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।
পরীক্ষায় অংশ নিতে দেশের নানা প্রান্ত থেকে বিপুল সংখ্যক শিক্ষার্থী ঢাকায় আসে। ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সহায়তায় কল্যাণ সমিতিগুলো আবাসন, যাতায়াত ও দিকনির্দেশনাসহ নানাবিধ সহযোগিতা প্রদান করে।
শিক্ষার্থীদের অভিভাবকরা এসব জেলা ও বিভাগীয় কল্যাণ সমিতিকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন। তাদের মতে, সমিতিগুলোর সক্রিয় সহযোগিতা ছাড়া এত বৃহৎ পরিসরে ভর্তি পরীক্ষা নির্বিঘ্নে সম্পন্ন করা সম্ভব হতো না।