close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

ঢাকা কলেজ শিক্ষক লাঞ্ছনার প্রতিবাদে সাতক্ষীরায় শিক্ষকদের অবস্থান কর্মসূচি..

শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার: avatar   
ঢাকা কলেজের শিক্ষক লাঞ্ছনার প্রতিবাদে সাতক্ষীরায় শিক্ষকরা কর্মবিরতি ও কালো ব্যাজ ধারণ করে অবস্থান কর্মসূচি পালন করেছেন..

শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা:

ঢাকা কলেজে শিক্ষক লাঞ্ছনার ঘটনাকে কেন্দ্র করে সারাদেশের শিক্ষাব্যবস্থায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এরই অংশ হিসেবে সাতক্ষীরায় বিসিএস জেনারেল এডুকেশন অ্যাসোসিয়েশন আয়োজিত এক কর্মসূচিতে অংশগ্রহণ করেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা। মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫, সাতক্ষীরা সরকারি কলেজ ক্যাম্পাসে বেলা ১২টায় এ কর্মসূচি পালিত হয়। কর্মসূচিতে বিসিএস জেনারেল এডুকেশন অ্যাসোসিয়েশন সাতক্ষীরা জেলা ইউনিটের সভাপতি ও সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আবুল হাশেম, সেক্রেটারী মোঃ মিয়ারাজ হোসাইন, এবং অন্যান্য শিক্ষকরা উপস্থিত ছিলেন।

শিক্ষকরা ঢাকা কলেজের শিক্ষক ও শিক্ষার্থীদের ওপর হামলার তীব্র নিন্দা জানান এবং দুষ্কৃতকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একই দিন সাতক্ষীরায় এমপিওভুক্ত শিক্ষকরাও বাড়িভাড়া ও ভাতা বৃদ্ধির দাবিতে কর্মবিরতি পালন করেন। শিক্ষকরা ঘোষণা দেন যে, দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা শ্রেণিকক্ষে ফিরে যাবেন না। জেলার স্কুল-কলেজগুলোতে পাঠদান বন্ধ থাকায় শিক্ষাপ্রতিষ্ঠানে নিরবতা বিরাজ করছিল।

এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলোওয়ার হোসেন আজিজী বলেন, 'সরকারের ঘোষিত ভাতা বৃদ্ধি অবাস্তব ও অপর্যাপ্ত। আমরা মূল বেতনের ২০ শতাংশ হারে বাড়িভাড়া ও ১,৫০০ টাকা মেডিকেল ভাতা বৃদ্ধির দাবি জানাচ্ছি।' জেলা শিক্ষক সমিতির কোষাধ্যক্ষ মোঃ নজিবুল ইসলাম বলেন, 'সরকার ন্যায্য দাবি মেনে প্রজ্ঞাপন জারি করে শিক্ষকদের আন্দোলন ময়দান থেকে ক্লাসে ফিরিয়ে নিবেন এমনটাই প্রত্যাশা আমাদের।'

অভিভাবকরা অভিযোগ করেছেন যে, শিক্ষাপ্রতিষ্ঠানে এই অচলাবস্থা দ্রুত সমাধান হওয়া উচিত। তারা আশাবাদী যে শিক্ষকরা ক্লাসে ফিরে আসবেন এবং সরকার শিক্ষকদের ন্যায্য দাবি মেনে নেবে। এসব দাবি পূরণ না হওয়া পর্যন্ত শিক্ষকদের আন্দোলন চলবে বলে জানিয়েছেন আন্দোলনকারী শিক্ষকরা।

No comments found


News Card Generator