দঃ আফ্রিকাকে ১৭৯ রানের টার্গেট দিয়েছে অস্ট্রেলিয়া ১ম টি-২০ তে।..

Bakhtiar S. avatar   
Bakhtiar S.
স্বাগতিক অস্ট্রেলিয়া বনাম (সফরকারী) দক্ষিন আফ্রিকার মধ্যকার ৩ ম্যাচের টি-টুয়েন্টি সিরিজের ১ম ম্যাচ।..

অস্ট্রেলিয়ার ডারউইনে আজ সিরিজ শুরুর ম্যাচে টসে জয়লাভ করেন সফরকারীদের অধিনায়ক এইডেন মার্করাম। তিনি স্বাগতিকদের প্রথমে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান। 

অস্ট্রেলিয়া তাদের ইনিংসের শুরুতে কিছুটা বিপর্যয়ের সম্মুখীন হয়। ৩.১ ওভারে দলীয় ৩০/৩ রানের মাথায় অসি অধিনায়ক মিচেল মার্শ প্যাভিলিয়নে ফেরেন। তারপর ক্রিজে আসেন এই মাত্র কয়েকটা দিন আগে ওঃ ইন্ডিজের বিরুদ্ধে মাত্র ৩৭ বলে শতক হাঁকানো সিঙ্গাপুরের বংশদ্ভূত টিম ডেভিড। ৭.৪ ওভারে ৬ষ্ঠ উইকেটের পতন ঘটে দলীয় ৭৫ রানে। তারপর টিম ডেভিড এবং বেন ডোয়ারশুইস (১৯ বলে ১৭)-এর মধ্যে ৭ম উইকেটে ইনিংস সর্বোচ্চ ৫৯ রানের জুটি হয় ৪২ বলে। শেষ পর্যন্ত অস্ট্রেলিয়া অলআউট হয় নির্ধারিত ২০ ওভারের শেষ বলে ১৭৮ রানে। 

দানবীয় ব্যাটসম্যান টিম ডেভিড করেন ৪টি বাউন্ডারি এবং ৮টি ছক্কার মাধ্যমে ৫২ বলে ৮৩। এছাড়া ক্যামেরন গ্রীন খেলেন মাত্র ১৩ বলে ৩৫ রানের ক্যামিও ৪টি চার ও ৩টি ছয় সহ। দঃ আফ্রিকার পক্ষে কোয়েনা মাফাকা ৪ ওভারে ২০ রানের বিনিময়ে ৪টি উইকেট নেন। এছাড়া কাগিসো রাবাডা নেন ২৯ রান দিয়ে ২ উইকেট। 

জবাবে দঃ আফ্রিকা শেষ খবর পাওয়া পর্যন্ত ১৫ ওভারে ৫ উইকেট হারিয়ে ১২০ রান সংগ্রহ করেছে। ক্রিজে আছেন বাঁহাতি তরুণ ওপেনার রায়ান রিকেলটন। জয়ের জন্য সফরকারীদের প্রয়োজন শেষ ৩০ বলে ৫৯ রান। 

[তথ্যসূত্রঃ গুগল]

No comments found