দেশকে এগিয়ে নিতে যুবদের সক্ষমতা বাড়াতে হবে — জেলা প্রশাসক..

মোঃশরিফ হোসেন avatar   
মোঃশরিফ হোসেন
****

বাংলাদেশে বর্তমানে এমনকি এক শতাংশ মানুষও নেই যারা বিদেশীদের সঙ্গে দক্ষতা বা প্রযুক্তির প্রতিযোগিতায় টিকে থাকতে পারবে — এমনই দুঃখ প্রকাশ করেছেন চাঁদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন।

১২ আগস্ট, মঙ্গলবার জাতীয় যুব দিবস ২০২৫ উদ্বোধন শেষে সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন—
"তোমরা দেশ ও জাতির কল্যাণে আন্দোলন সংগ্রাম অবশ্যই করবে, কিন্তু এটাকে পেশা বানাবে না। দিনের ২৪ ঘন্টার মধ্যে এক ঘন্টা সমাজ-রাজনীতিতে দাও, আর বাকি সময় তোমার কাজেই ব্যয় করো। তোমার জীবন বদলালে দেশ বদলাবে, তোমার জীবনের উন্নতি হলেই দেশ উন্নতি হবে, সমাজ বদলে যাবে।"

তিনি আরও বলেন— চাকরির বাজারে প্রতিযোগিতায় টিকে থাকার মতো নিজেকে যোগ্য করে গড়ে তুলতে হবে। শুধু ক্লাস গুনে পাশ করলেই হবে না, পড়ালেখার মত পড়ালেখা করতে হবে।

এবারের প্রতিপাদ্য— "প্রযুক্তিনির্ভর যুবশক্তি, বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি"। দিবসটি উপলক্ষে জেলা প্রশাসক কার্যালয় থেকে এক বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে চাঁদপুর–কুমিল্লা হাইওয়ে প্রদক্ষিণ শেষে উপজেলা অডিটোরিয়ামে এসে শেষ হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ এরশাদ উদ্দিন। প্রাণবন্ত সঞ্চালনা করেন ইফতেখার আলম শিশু।

অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন মোহাম্মদ নজরুল ইসলাম এবং গীতা পাঠ করেন শ্যামা সরকার।

জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক সাইফুদ্দিন মোহাম্মদ হাছান আলী তার ভূমিকা বক্তব্যে যুব উন্নয়নের সার্বিক কার্যক্রম প্রজেক্টরের মাধ্যমে প্রাঞ্জল ভাষায় তুলে ধরেন।

বিশেষ অতিথি অতিরিক্ত পুলিশ সুপার মোঃ লুৎফর রহমান বলেন— "যুবরাই দেশকে এগিয়ে নিতে পারে। জীবনের মহামূল্যবান সময় অযথা ব্যয় না করে, অন্তত প্রত্যেকের অবস্থান থেকে নিজের কল্যাণে ব্যয় করলে দেশের উন্নয়ন হয়ে যাবে।" তিনি আরও বলেন— সমাজে শান্তি-শৃঙ্খলা রক্ষায় যুবদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

এ সময় আরও উপস্থিত ছিলেন—
যুব প্রশিক্ষণ সেন্টারের ডেপুটি কো-অর্ডিনেটর মোঃ কফিল উদ্দিন,
যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ ফখরুল ইসলাম ও মোঃ ইব্রাহিম মিয়া,
সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ সফিকুল ইসলাম,
জেলা প্রশিক্ষিত যুব উন্নয়ন পরিষদের সভাপতি সহকারী অধ্যাপক শেখ মোঃ মহসীন।

যুব সংগঠকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন সোনালী সুদিনের প্রতিষ্ঠাতা সভাপতি আবু হানিফ। আত্মকর্মীদের মধ্যে বক্তব্য রাখেন ইকরামুল হাসান ও রাবেয়া আক্তার।

এছাড়াও উপস্থিত ছিলেন কম্পিউটার ইন্সট্রাকটর মোঃ জাকির হোসেন, ডাটা এন্ট্রি অপারেটর মোঃ ইউসুফ, ইলেকট্রনিক ইন্সপেক্টর নাহিদা ইসলাম, পশুপালন প্রদর্শক মোঃ আলিমুজ্জামান, এবং মৎস্য প্রদর্শক মোঃ সালাউদ্দিন প্রমুখ।

জাতীয় যুব দিবসের এই বার্তা— দক্ষতা ও প্রযুক্তিতে গড়ে উঠুক নতুন প্রজন্ম, এগিয়ে যাক বাংলাদেশ।

Ingen kommentarer fundet