দেশবাসীকে পবিত্র ঈদ-উল আজহার শুভেচ্ছা জানিয়েছেন দৈনিক স্বদেশ বিচিত্রা পত্রিকার সম্পাদক কবি অশোক ধর..

Journalist Tuhin avatar   
Journalist Tuhin
দেশবাসীকে পবিত্র ঈদ-উল আজহার শুভেচ্ছা জানিয়েছেন দৈনিক স্বদেশ বিচিত্রা পত্রিকার সম্পাদক কবি অশোক ধর..

 

মোঃ তুহিন (চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি)

 

 

আসন্ন ঈদ উল আযহা উপলক্ষে দেশবাসী ও দৈনিক স্বদেশ বিচিত্রা পত্রিকার সকল পাঠক শুভাকাঙ্ক্ষী ও সকল সাংবাদিকদের প্রতি অভিনন্দন ও এক শুভেচ্ছা বার্তা জানিয়েছেন দৈনিক স্বদেশ বিচিত্রা পত্রিকার সম্পাদক কবি অশোক ধর ।

 

এ বছরের ঈদ মুসলিম সমাজে আলো দূরে নিয়ে যাক নিকষ কালো নতুন সূর্য। নতুন বছর হোক নতুন শপথে চলার অঙ্গীকার।আগামীর দিনগুলো আমাদের জন্য হোক শান্তির,আনন্দের ও নিরাপদের। ঈদ মানে আনন্দ। ঈদ মানে উৎসব। ঈদ মানে সাম্য। ঈদ মানে নিজেকে বিলিয়ে দেওয়া। ক্ষুদ্রতার ঊর্ধ্বে ওঠার চেষ্টা। বৃহৎ এর সঙ্গে যুক্ত হওয়া। ঈদ মানে সবাই মিলে সুন্দর থাকা। ঈদের আমেজ ছড়িয়ে দিতে হবে সমাজের প্রতিটি মানুষের মাঝে।

মানুষে মানুষে ভালবাসার বন্ধন সুদৃঢ় হোক। স্বাভাবিক জীবনের ছন্দে দেশ,পৃথিবী হোক আলোকিত। দেশের মানুষের জীবন হোক স্বস্তির, দীপ্তিময় ও নির্মল আনন্দের।

তিনি আরো বলেন- ঈদ উল আযহা আমাদের ত্যাগের শিক্ষা দেয়। আমাদের সব ভেদাভেদ ভুলে এক হতে শেখায়। অভাবী এবং দুস্থ ও বিপদগ্রস্তদের সাহায্যের জন্য এগিয়ে আসার প্রেরণা

 

 

এ সময় তিনি আরও বলেন বিগত দিন গুলোতেও আমি সাংবাদিকদের পাশে ছিলাম আমৃত্যু থাকবো

এসময় তিনি শুভেচ্ছা বার্তায় আরোও বলেন- হযরত ইব্রাহীম (আ.) মহান আল্লাহর উদ্দেশ্যে প্রিয় বস্তুকে উৎসর্গের মাধ্যমে তাঁর সন্তুষ্টি লাভের যে অনুপম দৃষ্টান্ত স্থাপন করে গেছেন, তা মুসলিম জাহানের কাছে চিরকাল অনুকরণীয় ও অনুসরণীয় হয়ে থাকবে। এই উৎসবের মধ্যদিয়ে সামর্থ্যবান মুসলমানেরা জবাইকৃত পশুর গোশত আত্মীয় ও প্রতিবেশীদের মধ্যে বিলিয়ে দিয়ে সমাজে সাম্যের বাণী প্রতিষ্ঠা করেন। তিনি ঈদের দিন নির্ধারিত স্থানে পশু কুরবানী দিয়ে পরিবেশ দূষণমুক্ত রাখতে দেশবাসীর প্রতি আহবান জানান।

Walang nakitang komento