দেবহাটা-কালিগঞ্জ মহাসড়কে বাস দুর্ঘটনা, আহত ২৫

শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার: avatar   
দেবহাটা-কালিগঞ্জ মহাসড়কে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়াদাড়ি একটি বাড়ির উপর পড়ে। দুর্ঘটনায় আহত ২৫ জন..

শেখ আমিনুর হোসেন, জ্যেষ্ঠ প্রতিবেদক, সাতক্ষীরা: সাতক্ষীরা থেকে কালিগঞ্জগামী একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে দেবহাটা উপজেলার হাদিপুর ক্লাব সংলগ্ন একটি বাড়ির উপর দিয়ে সোজা রাস্তার নিচে পড়ে যায়। 

রবিবার (১৩ এপ্রিল '২৫) দুপুরে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বাসটি অত্যন্ত দ্রুতগতিতে চলছিল। হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে বাড়ির সীমানা প্রাচীর ভেঙে নিচে পড়ে যায়। এতে বাসে থাকা অন্তত ২০-২৫ জন যাত্রী আহত হন। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। তবে এখনো পর্যন্ত কারো মৃত্যুর খবর পাওয়া যায়নি।

আহতদের স্থানীয় হাসপাতাল ও সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা চালাচ্ছে।

দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ।

No comments found


News Card Generator