close

লাইক দিন পয়েন্ট জিতুন!

দেবহাটায় আদালতের নির্দেশ অমান্য করে চলাচলের পথ বন্ধ: প্রতিপক্ষের বিরুদ্ধে অভিযোগ..

শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা avatar   
দেবহাটা উপজেলায় আদালতের নির্দেশ উপেক্ষা করে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে..

শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা:

সাতক্ষীরার দেবহাটা উপজেলায় পৈতৃক সূত্রে পাওয়া জমির চলাচলের পথ বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে প্রতিপক্ষ মোহাম্মাদালী ও শাহাজান আলীর বিরুদ্ধে। বিষয়টি নিয়ে স্থানীয় বাসিন্দা আহম্মদ আলীর পরিবারের সাথে তাদের দীর্ঘদিনের বিরোধ চলছে।

উপজেলার সদর ইউনিয়নে অবস্থিত ১৪৬০ খতিয়ানের দাগ নং-২৪৫৬, ২৪৫৭, ২৪৫৮ ও ২৪৫৯ এর আওতাধীন ০.৬০৭৫ একর জমিতে যাওয়ার জন্য একটি চলাচলের পথ ছিল। আহম্মদ আলীর পরিবার অভিযোগ করে যে, প্রতিপক্ষ মোহাম্মাদালী ও শাহাজান আলী ওই রাস্তা বন্ধ করে দিয়েছে। আহম্মদ আলী বিষয়টি নিয়ে ইউনিয়ন পরিষদ ও উপজেলা নির্বাহী অফিসারের নিকট সুবিচারের আবেদন করেন। তৎকালীন উপজেলা নির্বাহী অফিসার ইউনিয়ন ভূমি কর্মকর্তাকে তদন্তের নির্দেশ দেন এবং রাস্তা উন্মুক্ত করার জন্য নির্দেশ প্রদান করেন।

আহম্মদ আলী তার কন্যাদের নামে ২০২৪ সালের ১৯ ফেব্রুয়ারি ৫১৯ নং দলিল মোতাবেক উল্লেখিত জমি রেজিস্ট্রি করেন। কিন্তু প্রতিপক্ষ এই জমি নিয়ে বিরোধ অব্যাহত রেখেছে এবং বিভিন্নভাবে হুমকি ও হয়রানি করছে। আহম্মদ আলীর মেয়ে সাবিনা ইয়াসমিন সাতক্ষীরা বিজ্ঞ আদালতে প্রতিকার প্রার্থনা করে মামলা দায়ের করেন। আদালত চলতি বছরের ২৮ জুলাই চলাচলের পথ উন্মুক্ত রাখার নির্দেশ দেন এবং দেবহাটা থানার অফিসার ইনচার্জকে ওই নির্দেশ বাস্তবায়ন করতে বলেন।

রবিবার (১০ আগস্ট) দেবহাটা থানা পুলিশের সহযোগিতায় উক্ত পথ উন্মুক্ত করা হয়। কিন্তু প্রতিপক্ষরা আবারও মঙ্গলবার রাতে উক্ত রাস্তায় বাঁশ দিয়ে বেড়া প্রদান করে চলাচলের পথ বন্ধ করে দেয়। আহম্মদ আলীর পরিবার বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগছে।

প্রতিপক্ষ মোহাম্মাদ আলী দাবি করেন, জমির মাঝখান দিয়ে রাস্তা করায় তারা তা বন্ধ করে দিয়েছেন এবং জমির মাপ না হওয়া পর্যন্ত রাস্তা দেওয়া হবে না। দেবহাটা থানার ওসি গোলাম কিবরিয়া হাসান জানান, আদালতের নির্দেশ পালনের পরও নতুন করে রাস্তা বন্ধের বিষয়টি তাদের নজরে এসেছে এবং আদালত অবমাননা বিষয়ে যদি নির্দেশ পাওয়া যায় তাহলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই পরিস্থিতি নিয়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগের সৃষ্টি হয়েছে এবং জমি নিয়ে বিরোধের কারণে সামাজিক শান্তি বিঘ্নিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। ভবিষ্যতে এমন পরিস্থিতি এড়াতে স্থানীয় প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ প্রয়োজন।

No comments found