close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

দ্বিতীয় বর্ষে পদার্পণ: সাপ্তাহিক বর্তমান সাতক্ষীরার প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন..

শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা avatar   
সপ্তাহিক বর্তমান সাতক্ষীরা পত্রিকা তার দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করলো অনুপ্রেরণাদায়ক আলোচনার মধ্য দিয়ে..

শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা:

সাতক্ষীরা থেকে প্রকাশিত সাপ্তাহিক বর্তমান সাতক্ষীরা পত্রিকা তার প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী অতিক্রম করে দ্বিতীয় বর্ষে পদার্পণ করেছে। মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫ তারিখে সাতক্ষীরা প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে পত্রিকাটির সম্পাদক ও প্রকাশক রাজীব হাসান রিমুর সভাপতিত্বে একটি আলোচনা সভা ও কেক কাটার অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক ইত্তেফাক পত্রিকার স্টাফ রিপোর্টার মনিরুল ইসলাম মিনি, সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল বারী, সাবেক সাধারণ সম্পাদক ও মাছরাঙা টিভির সাতক্ষীরা প্রতিনিধি মোস্তাফিজুর রহমান উজ্জ্বল, বণিক বার্তার জেলা প্রতিনিধি গোলাম সরোয়ার, সাতক্ষীরা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক সৈয়দ রফিকুল ইসলাম শাওন, দৈনিক সাতক্ষীরা সকালের নির্বাহী সম্পাদক আমিরুজ্জামান বাবু, দৈনিক যুগের বার্তার ব্যবস্থাপনা সম্পাদক আব্দুল আলিমসহ আরও অনেকে।

আলোচনা সভায় বক্তারা সাতক্ষীরার সমস্যাগুলোকে উন্মোচন এবং সম্ভাবনাগুলোকে উজ্জ্বলতর করার জন্য সাংবাদিকদের ভূমিকা নিয়ে আলোকপাত করেন। তাঁরা বলেন, 'সাংবাদিকদের অবশ্যই পেশাদারিত্ব বজায় রেখে তাঁদের লেখনির মাধ্যমে সাতক্ষীরার বাস্তব চিত্র তুলে ধরতে হবে।' 

এছাড়া বক্তারা বর্তমান সময়ে অপসাংবাদিকতার প্রসঙ্গ উল্লেখ করে সংবাদকর্মীদের পেশাদারিত্ব বজায় রাখার পরামর্শ দেন। অনুষ্ঠান শেষে কেক কেটে বর্তমান সাতক্ষীরার প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন সাপ্তাহিক বর্তমান সাতক্ষীরার সহ-সম্পাদক মনিরুজ্জামান মনির। 

এ ধরনের অনুষ্ঠানের মাধ্যমে স্থানীয় সাংবাদিকরা আরও অনুপ্রাণিত হন এবং তাঁদের দায়িত্বশীলতার প্রতি আরও সচেতন হয়ে ওঠেন। এই ধরনের উদযাপন শুধু পত্রিকার ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় নয়, বরং স্থানীয় সম্প্রদায়ের জন্যও একটি অনুপ্রেরণার উৎস।

No comments found