close

লাইক দিন পয়েন্ট জিতুন!

দাউদকান্দিতে যুবলীগ সদস্যের বিরুদ্ধে পিস্তল ঠেকিয়ে প্রাণনাশের হুমকি, গ্রামবাসীর সড়ক অবরোধ ও মানববন্ধন..

এইচ,এম,এ ভূঁইয়া avatar   
এইচ,এম,এ ভূঁইয়া
কুমিল্লার দাউদকান্দি, | ১৬ আগস্ট
দাউদকান্দি উপজেলার সিংগুলা গ্রামে যুবলীগ সদস্য রাব্বির বিরুদ্ধে পিস্তল ঠেকিয়ে প্রাণনাশের হুমকি ও শারীরিক নিপীড়নের অভিযোগে উত্তপ্ত হয়ে উঠেছে স্থানীয় জনতা।..

দাউদকান্দি, কুমিল্লা | ১৬ আগস্ট  
দাউদকান্দি উপজেলার সিংগুলা গ্রামে যুবলীগ সদস্য রাব্বির বিরুদ্ধে পিস্তল ঠেকিয়ে প্রাণনাশের হুমকি ও শারীরিক নিপীড়নের অভিযোগে উত্তপ্ত হয়ে উঠেছে স্থানীয় জনতা। শনিবার বিকেল সাড়ে পাঁচটায় সিংগুলা ফকির স্টেশন এলাকায় গ্রামবাসী আয়োজিত বিক্ষোভ মিছিল, সড়ক অবরোধ ও মানববন্ধন কর্মসূচিতে শতাধিক মানুষ অংশগ্রহণ করেন।

অভিযোগ অনুযায়ী, একই গ্রামের বাসিন্দা নুরুল ইসলামের পুত্র হাসানকে দুপুরে প্রকাশ্য রাস্তায় মাথায় পিস্তল ঠেকিয়ে প্রাণনাশের হুমকি দেন রাব্বি। এ সময় তাকে চড়থাপ্পড়ও মারার অভিযোগ ওঠে। ঘটনার পরপরই গ্রামবাসী প্রতিকার চেয়ে প্রতিবাদে নেমে আসে।

বিক্ষোভ শেষে আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন ভুক্তভোগী হাসানসহ আলী আক্কাস, মোস্তফা, আজীম, ওয়াছেক, নিজাম, আলাউদ্দিন, হান্নান ও মহিউদ্দিন। বক্তারা দাবি করেন, ২৪ ঘণ্টার মধ্যে রাব্বিকে আটক ও পিস্তল উদ্ধার না হলে তাঁরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করতে বাধ্য হবেন।

স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে এলাকাবাসীর দাবি, দ্রুত ব্যবস্থা না নিলে পরিস্থিতি আরও উত্তপ্ত হতে পারে।

📌 তথ্যসূত্র: স্থানীয় প্রত্যক্ষদর্শী ও সামাজিক মাধ্যম

No comments found