দাউদকান্দি (কুমিল্লা), ২৭ অক্টোবর ২০২৫ :
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দাউদকান্দি উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে এক বর্ণাঢ্য আনন্দ র্যালি অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেল ৫টায় দাউদকান্দি বিশ্বরোড থেকে শুরু হয়ে পৌরসদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে র্যালিটি শহীদ রিফাত শিশু পার্কে গিয়ে শেষ হয়।
র্যালিতে শতাধিক নেতাকর্মী ব্যানার, ফেস্টুন, বেলুন, দলীয় ও জাতীয় পতাকা নিয়ে অংশগ্রহণ করেন। স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে উঠে পুরো পৌর এলাকা। র্যালির মাধ্যমে যুবদলের নেতাকর্মীরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের আহ্বান জানান।
র্যালি শেষে শহীদ রিফাত শিশু পার্কে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বক্তারা বলেন, “যুবদলই আগামী দিনের গণতান্ত্রিক আন্দোলনের অগ্রভাগে থাকবে। তারুণ্যের শক্তিকে ঐক্যবদ্ধ করে গণতন্ত্র পুনরুদ্ধারে কাজ করতে হবে।” বক্তারা আরও বলেন, “যুবদলের গৌরবময় ইতিহাস আমাদের অনুপ্রেরণা, আর বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে আমাদের দায়িত্ব আরও বেশি।”
আয়োজনে উপস্থিত ছিলেন উপজেলা ও পৌর যুবদলের নেতৃবৃন্দ, স্থানীয় বিএনপি সমর্থিত ব্যক্তিবর্গ এবং সাধারণ জনগণ। পুরো আয়োজন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় এবং স্থানীয়ভাবে ব্যাপক প্রশংসা অর্জন করে।



















